হোম > সারা দেশ > ফরিদপুর

৭৪ দিন ধরে নিখোঁজ শিশু মোরসালিন 

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোরসালিন প্রায় আড়াই মাস ধরে নিখোঁজ। মোরসালিন চর চন্দনা আশাপুর গ্রামের মো. আশরাফুল শেখ ও ইতি খাতুনের ছেলে। এ ঘটনায় মোরসালিনের মা ইতি খাতুন মধুখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। 

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর সিনিয়র মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মোরসালিন। মা-বাবার বিবাহবিচ্ছেদের পর নানির কাছে থাকত সে। গত ২৫ জুন সকালে মাদ্রাসার উদ্দেশে বের হয়। এদিন রাত পর্যন্ত বাড়িতে ফিরে না আসায় তার নানি অনেক খোঁজাখুঁজি করেন। এরপর থেকেই নিখোঁজ শিশু মোরসালিন। এদিকে ছেলের খোঁজে গত ৩০ জুন ইতি বেগম মধুখালী থানায় জিডি করা হয়। এদিকে নিখোঁজের প্রায় আড়াই মাস পার হলেও উদ্ধার হয়নি শিশু মোরসালিন। 

নিখোঁজ মাদ্রাসাছাত্র মোরসালিনের বয়স ১১, উচ্চতা ৩ ফুট ২ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখ গোলাকার। নিখোঁজ হওয়ার সময় তার গায়ে টি-শার্ট ছিল। 

মোরসালিনের মা ইতি বেগম বলেন, ‘প্রতিদিন অপেক্ষায় থাকি কখন আমার ছেলে হাজির হবে। কিন্তু সকাল গড়িয়ে রাত আসে আর আমার মোরসালিন আসে না। সব আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ নেওয়া শেষ। এখন বিভিন্ন স্থানে হন্যে হয়ে খুঁজছি।’ 

গাজনা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, মোরসালিনের নিখোঁজ হওয়ার ঘটনাটি দুঃখজনক। এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে। 

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘জিডি করার পর থেকে বড় পরিসরে সোর্স লাগিয়েছি। আশা করি দ্রুতই একটা ভালো ফলাফল পাব।’ 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু