কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৃথক দুটি এলাকা থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকাল ও বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে পাকুন্দিয়া থানা-পুলিশ। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সারোয়ার জাহান এসব তথ্য নিশ্চিত করেছেন।
মরদেহগুলো হলো উপজেলার খামা পশ্চিমপাড়া গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী ছবি আক্তার ময়না (২৫) এবং কোদালিয়া পূর্বপাড়া গ্রামের খোকন মিয়ার মেয়ে সানজিদা আক্তার খুকি (১৫)।
ওসি মো. সারোয়ার জাহান বলেন, ‘পারিবারিক কলহ ও প্রেমঘটিত কারণে ওই দুই নারী নিজ নিজ বাড়িতে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।’