হোম > সারা দেশ > গাজীপুর

কাল ভোট অথচ ৩ দিন ধরে প্রার্থী নিখোঁজ

প্রতিনিধি (গাজীপুর) কালিয়াকৈর 

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নির্বাচন আগামীকাল রোববার অথচ এরই মধ্যে তিন দিন ধরে সেখানকার কাউন্সিলর প্রার্থী নিখোঁজ। এখন তাঁর খোঁজে স্বজনেরা উপজেলা নির্বাচন কার্যালয়ের সামনে আহাজারি করছেন। 

আজ শনিবার বিকেল ৪টার দিকে নির্বাচন কার্যালয়ের সামনে কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসানের (৪০) সন্ধান চেয়ে তাঁর স্বজনদের আহাজারি করতে দেখা গেছে।  কালিয়াকৈর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসানের নিখোঁজের বিষয়ে গত বৃহস্পতিবার বিকেলে কালিয়াকৈর থানায় জিডি করে তাঁর পরিবার।

মেহেদী হাসানের বাবা আনোয়ার হোসেন বলেন, ‘বৃহস্পতিবার সকাল ৬টার দিকে মসজিদে যাওয়ার কথা বলে বাসা হতে বের হয় মেহেদী। কিন্তু আজ পর্যন্ত বাসায় ফিরে আসেনি। তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন বন্ধ রয়েছে। খোঁজাখুঁজি করে কোথাও তাঁকে পাওয়া যাচ্ছে না। এখন আমার ছেলেকে গুম করা হয়েছে, নাকি মেরে ফেলা হয়েছে-কিছু জানি না।’ এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তেমন পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ করেন মেহেদী হাসানের বাবা।

স্ত্রী মাসুমা আক্তার আলো বলেন, ‘নির্বাচন চাই না, আমার স্বামীকে চাই। আমার স্বামীকে এনে দিন। আপনারা আমার স্বামীকে খুঁজে দিন। নির্বাচন অফিসার বলছেন, তাঁরা আইনশৃঙ্খলা বাহিনীকে জানিয়েছেন, বাকি কাজ তাদের।’  

৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মিজানুর রহমান গাজী বলেন, ‘মেহেদী হাসান অনেক জনপ্রিয় নেতা। কাল নির্বাচন কিন্তু তিনি এখনো নিখোঁজ। এখানেই আমাদের সন্দেহ, শত্রুতার কারণে এমন হতে পারে।’ 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, পুলিশ বিভিন্ন জায়গায় তাঁর খোঁজ করছে। বিষয়টি সর্বোচ্চ গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট