হোম > সারা দেশ > মাদারীপুর

মাদারীপুরে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে সুজন হাওলাদার (৩৬) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুর শহরের ডিসি ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটেছে। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত সুজন হাওলাদার (৩৬) মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পাঁচখোলা এলাকার মজিদ হাওলাদারের ছেলে। পুরান বাজারের কাঠপট্টি ব্রিজের কাছে তাঁর মুদিদোকান আছে। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার রাতে সুজন বন্ধুদের সঙ্গে শহরের ডিসি ব্রিজ এলাকায় আড্ডা দিচ্ছিলেন। হঠাৎ মুখোশধারী বেশ কয়েকজন যুবক এসে সুজনের ওপর হামলা চালায়। এ সময় কুপিয়ে সুজনকে জখম করা হয়। সুজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁকে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই গুরুতর আহত অবস্থায় সুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত সুজনের বাবা মজিদ হাওলাদার বলেন, ‘হঠাৎ ৮-১০ জন যুবক আমার ছেলের ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জাহিন আরেফিন বলেন, সুজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন বলেন, ব্যবসায়ীকে কুপিয়ে জখম করার ঘটনায় অভিযুক্তদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে।

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬

বসুন্ধরা থেকে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণে এ পর্যন্ত ছয়জন গ্রেপ্তার

২৪৬৭ জন পরিচ্ছন্নতাকর্মীকে স্বাস্থ্যবিমার আওতায় আনল ডিএনসিসি

শাহবাগে ইনকিলাব মঞ্চের অবরোধ, বন্ধ যান চলাচল

ঋণখেলাপির তালিকায় নাম: চেম্বার আদালতে মান্নার আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি