হোম > সারা দেশ > ঢাকা

টঙ্গীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে স্কুলশিক্ষার্থী নিহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী নয়ন (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক শাখা সড়কের শিলমুন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নয়ন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চরনংচর এলাকার সোহাগ মিয়ার ছেলে। আরিচপুর এলাকায় রফিক গাজীর বাড়িতে সে পরিবারের সঙ্গে বাস করত। সে নয়ন সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশের উপপরিদর্শক (এসআই) শফিউল আলম হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেন। এ ঘটনায় পুলিশ ট্রাকসহ চালক আকরাম হোসেনকে (৪০) আটক করেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ৯টার দিকে নয়ন তার চাচা কাউসারের সঙ্গে মোটরসাইকেলে চেপে পুবাইলের হায়দরাবাদ এলাকায় যাচ্ছিল। তারা আঞ্চলিক সড়কটির শিলমুন এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দেয়। তাতে দুজনই সড়কে ছিটকে পড়েন। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়। আশপাশের লোকজন আহত কাউসারকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ আরও তিনজন গ্রেপ্তার

ওসমান হাদির শারীরিক অবস্থার উন্নতি নেই

সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশ সীমিত

‘কুকুরের বাচ্চা হত্যার বিচার হয় অথচ নিষ্পাপ শিশু হত্যার বিচার নেই’

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন

সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে, জিজ্ঞাসাবাদ হবে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক ৩ দিনের রিমান্ডে

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা