হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

কোল্ডস্টোরেজে মজুত ৬ লাখ ডিম বিক্রির নির্দেশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লায় তিনটি কোল্ডস্টোরেজে অভিযান চালিয়ে প্রায় ছয় লাখ ডিমের সন্ধান পেয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বুধবার ফতুল্লার বিভিন্ন এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান চালানো হয়।

অভিযানে দাপা ইদ্রাকপুর এলাকার রহমত উল্লাহ কোল্ডস্টোরেজ, ধর্মগঞ্জ এলাকার শাহীন অ্যান্ড ব্রাদার্স ও আদর্শ কোল্ডস্টোরেজ পরিদর্শন করে তারা। এ সময় শাহীন অ্যান্ড ব্রাদার্সে ৫ লাখ ৯১ হাজার ডিম মজুত দেখতে পান। সঙ্গে সঙ্গেই মালিক তাজুল ইসলাম ও মাসুদুর রহমান মাসুদকে আজ বুধবারের মধ্যে ডিমগুলো কোল্ডস্টোরেজ থেকে বের করে বাজারে বিক্রির নির্দেশ দেন কর্মকর্তারা।

এ বিষয়ে অধিদপ্তরের ঢাকা বিভাগীয় উপপরিচালক বিকাশ চন্দ্র দাস বলেন, ‘সরকার ডিমের আমদানির অনুমতি দেওয়ার পর থেকে ডিমের দাম কমতে শুরু করেছে। এরই মধ্যে কিছু অসাধু ব্যবসায়ী কোল্ডস্টোরেজে ডিম মজুত শুরু করে। তাদের উদ্দেশ্য, বাজার আবারও অস্থিতিশীল করা।

‘আজ ফতুল্লার একটি স্টোরেজে প্রায় ছয় লাখ ডিমের মজুত পেয়েছি। তাঁকে আজকের মধ্যে ডিম সরবরাহের নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় বৃহস্পতিবার ভোক্তা অধিদপ্তর নিজ দায়িত্বে ডিমগুলো জব্দ করে বাজারে সরবরাহ করবে।’

এ সময় অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল জব্বার মণ্ডল, নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক সেলিমুজ্জামান, ক্যাব নারায়ণগঞ্জের জয়েন্ট সেক্রেটারি বিল্লাল হোসেন রবিন ও জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির