হোম > সারা দেশ > ঢাকা

বাসা থেকে আসিফ মাহতাব, বিমানবন্দর থেকে বিএনপি নেতাকে আটকের অভিযোগ

উত্তরা (ঢাকা) প্রতিনিধি

রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাব ও বিমানবন্দর এলাকা থেকে নাজমুল হাসান অভি এক বিএনপি নেতাকে আটকের অভিযোগ করেছেন স্বজনেরা। 

উত্তরা ৯ নং সেক্টরের ১০ /এ সড়কের একটি বাসা থেকে গতকাল শনিবার (২৭ জুন) দিবাগত রাত ১টায় শিক্ষক আসিফ ও ওই দিন সকালে বিমানবন্দর থেকে নাজমুল হাসানকে আটক করা হয় বলে আজ রোববার বিকেলে আজকের পত্রিকার কাছে অভিযোগ করেন স্বজনেরা। নাজমুল হাসান অভি ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। 

আসিফ মাহতাবের বোন নাফিসা তাসনিম আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার (২৭ জুন) দিবাগত রাত ১টার দিকে ১৫ জনের মতো ডিবি পুলিশ আসছে। তার মধ্যে তিনজন হয়তো হাই অফিসার ছিলেন। একজন সাদা পোশাকে ছিলেন। বাকিরা সবাই পোশাকে (ইউনিফরম) ছিলেন। সাদা পোশাকের অফিসার আমাদের সঙ্গে কথা বলে ভাইকে নিয়ে গেছেন।’ 

তিনি বলেন, ‘ভাইকে নিয়ে যাওয়ার সময় আমার মা তাদের বলেছিলেন, ওর (আসিফ) তো পাইলসে সমস্যা, পায়ে সমস্যা। ওর তো ওষুধ খাওয়া লাগে। তখন তাঁরা আসিফের ওষুধগুলোও নিয়ে গেছেন।’ 

আটকের কারণ প্রসঙ্গে জানতে চাইলে নাফিসা বলেন, ‘গ্রেপ্তারের কারণ প্রসঙ্গে আমরাও জিজ্ঞাসা করেছিলাম, তখন তাঁরা (ডিবি) বলেছিলেন, ওকেই (আসিফ) জিজ্ঞাসা করেন। পরে কিছু না বলেই তাঁরা নিয়ে গেছেন।’ 

অপরদিকে ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অভির বড় ভাই নজরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘নাজমুল হাসান অভি শনিবার (২৭ জুন) সকাল ৭টায় নেপালে যাওয়ার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়েছিল। কিন্তু তারপর থেকেই তার মোবাইল নম্বর বন্ধ পাচ্ছি। বিভিন্ন মাধ্যমে শুনতে পারছি, তাকে বিমানবন্দর থেকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে।’ 

নজরুল ইসলাম বলেন, ‘আমরা থানা-পুলিশ, ডিবি কার্যালয়সহ সব জায়গায় খুঁজেছি। কিন্তু কেউ কিছু স্বীকার করছে না।’ 

এই দুই জনকে আটক করা হয়েছি কিনা জানতে চাইলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তরা জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বদরুজ্জামান জিলু আজকের পত্রিকাকে বলেন, ‘তাঁদের আটক বা গ্রেপ্তারের বিষয়ে আমার কিছুই জানা নেই। এ বিষয়ে আমি কিছু বলতে বলতে পারছি না।’

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ