হোম > সারা দেশ > ঢাকা

ন্যায্যমূল্যে শাকসবজি বিক্রি করছে ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে ন্যায্যমূল্যে শাকসবজি বিক্রি করছে বাংলাদেশ ছাত্রলীগ। কৃষকের কাছ থেকে সরাসরি এনে তা ভোক্তার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বলে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন। 

আজ বুধবার সকালে রাজধানীর পলাশী মোড়ে বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে শাকসবজি বিক্রি করতে দেখা গেছে। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তা কিনছেন। 

রাজধানীর লালবাগের বাসিন্দা কেরামত আলী বলেন, ‘বাজারমূল্যের চেয়ে অনেক কমে পাচ্ছি। এ কারণে এখান থেকে কিছু শাকসবজি কিনে নিলাম।’ 

এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আবু ইউনুস আজকের পত্রিকাকে জানান, সারা দেশে সহস্রাধিক বুথের মাধ্যমে তাঁরা ন্যায্যমূল্যে শাকসবজি বিক্রি শুরু করেছেন। দ্রব্যমূল্য না কমা পর্যন্ত তাঁদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। 

তিনি আরও জানান, প্রতি কেজি টমেটো ৫০ টাকা, বেগুন ৩০ টাকা, পেঁপে ২০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৮৮ টাকা, ফুলকপি প্রতি পিস ৩০ টাকা, বাঁধাকপি ৩৩ টাকা, সিম প্রতি কেজি ৩৬ টাকা, করলা ৪০ টাকা, পুঁইশাকের আঁটি ১০ টাকা এবং পালং শাক ৮ টাকা আটি বিক্রি করা হচ্ছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু