হোম > সারা দেশ > ঢাকা

ন্যায্যমূল্যে শাকসবজি বিক্রি করছে ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে ন্যায্যমূল্যে শাকসবজি বিক্রি করছে বাংলাদেশ ছাত্রলীগ। কৃষকের কাছ থেকে সরাসরি এনে তা ভোক্তার কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বলে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন। 

আজ বুধবার সকালে রাজধানীর পলাশী মোড়ে বাংলাদেশ ছাত্রলীগের ব্যানারে শাকসবজি বিক্রি করতে দেখা গেছে। সেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তা কিনছেন। 

রাজধানীর লালবাগের বাসিন্দা কেরামত আলী বলেন, ‘বাজারমূল্যের চেয়ে অনেক কমে পাচ্ছি। এ কারণে এখান থেকে কিছু শাকসবজি কিনে নিলাম।’ 

এ বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আবু ইউনুস আজকের পত্রিকাকে জানান, সারা দেশে সহস্রাধিক বুথের মাধ্যমে তাঁরা ন্যায্যমূল্যে শাকসবজি বিক্রি শুরু করেছেন। দ্রব্যমূল্য না কমা পর্যন্ত তাঁদের এই কর্মসূচি অব্যাহত থাকবে। 

তিনি আরও জানান, প্রতি কেজি টমেটো ৫০ টাকা, বেগুন ৩০ টাকা, পেঁপে ২০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৮৮ টাকা, ফুলকপি প্রতি পিস ৩০ টাকা, বাঁধাকপি ৩৩ টাকা, সিম প্রতি কেজি ৩৬ টাকা, করলা ৪০ টাকা, পুঁইশাকের আঁটি ১০ টাকা এবং পালং শাক ৮ টাকা আটি বিক্রি করা হচ্ছে।

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট