মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার আব্দুল্লাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. ইব্রাহিম (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ রোববার রাত ৮টার দিকে মুন্সিগঞ্জ-শ্রীনগর সড়কে ব্যাটারি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, আব্দুল্লাপুর চৌরাস্তায় মুক্তারপুরগামী ব্যাটারি চালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আহত হন মোটরসাইকেল চালক মো. ইব্রাহিম ও মোটরসাইকেল আরোহী মো. জহিরুল ইসলাম। পরে তাঁদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক মো. ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, নিহত ইব্রাহিম শ্রীনগর উপজেলার আল আমিন বাজারের কাঁঠালবাড়ি এলাকার মোখলেস বেপাড়ীর ছেলে।
মুন্সিগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) বজলুল রহমান জানান, রোববার রাত ৮টার দিকে টঙ্গিবাড়ি উপজেলার আব্দুল্লাপুর এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন ও মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল জব্দ রয়েছে।