ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তুরাগ থানাসহ পাঁচ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। আজ সোমবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে তাদের বদলি করা হয়।
বদলি আদেশে বলা হয় গুলশান থানার ওসি আবুল হাসানকে রমনা মডেল থানায়, বিমানবন্দর থানার ওসি বি. এম. ফরমান আলীকে গুলশান থানায়, রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদকে শাহবাগ থানার ওসি হিসেবে, শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদারকে তুরাগ থানার ওসি ও রমনা মডেল থানার ওসি মো. মনিরুল ইসলাম পিপিএমকে বিমানবন্দর থানার ওসি হিসেবে পাঠানো হয়েছে।
এ ছাড়া একই আদেশে তুরাগ থানার ওসি মো. মেহেদী হাসানকে ডিএমপির গোয়েন্দা (ডিবি-লালবাগ) বিভাগে বদলি করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।