হোম > সারা দেশ > ঢাকা

ধানমন্ডির ৩২ নম্বরে গাড়ি ভাঙচুর, উদ্ভূত পরিস্থিতির জন্য আ.লীগকেই দায়ী করলেন কাদের সিদ্দিকী

টাঙ্গাইল প্রতিনিধি

ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে গিয়ে বাধার মুখে পড়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বঙ্গবীর কাদের সিদ্দিকী। এ সময় তাঁর গাড়িও ভাঙচুর করা হয়। তবে এমন উদ্ভূত পরিস্থিতির জন্য আওয়ামী লীগকেই দায়ী করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। কাদের সিদ্দিকীর পিএস ফরিদ আহমেদ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সকাল সোয়া ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাতে ধানমন্ডির ৩২ নম্বরে পৌঁছান বঙ্গবীর আব্দুল///// কাদের সিদ্দিকী বীর উত্তম। তাঁর গাড়িটি পৌঁছানোর সঙ্গে সঙ্গেই সেখানে অবস্থান নেওয়া কয়েকজন ব্যক্তি তাঁকে চলে যাওয়ার অনুরোধ জানান। পরে অন্তত দুই শতাধিক মানুষ লাঠিসোঁটা হাতে এসে কাদের সিদ্দিকীর গাড়ি সেখান থেকে সরিয়ে দেন। গাড়িটি ঘোরানোর সময় কয়েকজন ব্যক্তি গাড়িতে লাঠি ও ইট-পাটকেল দিয়ে হামলা চালান। এতে গাড়ির কাচ ভেঙে যায়। তবে এ সময় কেউ আহত হননি।

এ বিষয়ে কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘আমি সেখানে অনেক উত্তেজিত লোক দেখলাম। ছাত্রদেরও দেখলাম। তাঁরা আমাকে বলেছেন, আপনি চলে যান। আমি চলে এসেছি। যাদের সঙ্গে কথা হয়েছে, তাঁরা কিন্তু সুন্দর আচরণ করেছে। তারপরও আমার গাড়ি ভাঙচুর হয়েছে। তবে উদ্ভূত পরিস্থিতির জন্য আওয়ামী লীগই দায়ী।’

কাদের সিদ্দিকী বলেন, ‘যখন কোনো অন্যায় কাজ বেশি হয়, তখন দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। ছাত্ররা যে বিজয় অর্জন করেছে, সেটি ঐতিহাসিক বিজয়। এটাকে ধরে রাখতে হলে সহনশীলতার পরিচয় দিতে হবে।’ এ সময় দ্রুত পরিস্থিতি স্থিতিশীল করার উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রধান ভুল হলো ১৬ বছর রাষ্ট্র চালিয়েছে, কিন্তু বঙ্গবন্ধুকে দেশের বানাতে পারেনি। শুধু আওয়ামী লীগের বানিয়েছে। বঙ্গবন্ধু কোনো দল-মত-গোষ্ঠী-ব্যক্তি বা পরিবারের হতে পারে না। তারা মারাত্মক ভুল করেছে।’

তিনি বলেন, ‘আমি এত বছর যাবৎ আওয়ামী লীগের দ্বারা নির্যাতিত। তারপরও এই আন্দোলনকারীরা যদি আমাকে তাদের শত্রুভাবে, তাহলে এটা আমার জন্য দুর্ভাগ্যজনক। তারপরও বলব, দেশের মানুষের যদি স্বাধীনতা নিশ্চিত হয়, জানমালের নিরাপত্তা নিশ্চিত হয়—সেটিও আমার জন্য গৌরবের।’

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক