ঈদের আগে বেতন-বোনাস পরিশোধ ও মূল মজুরি ২৫ হাজার টাকা করার দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ করেছে গার্মেন্ট শ্রমিক সংহতি। আজ শুক্রবার বিকেলে শহরের প্রেসক্লাবের সামনে এ সমাবেশ করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, ‘অসহনীয় লোডশেডিং ও অনিয়ন্ত্রিত বাজার দরের কারণে শ্রমিকের জীবন নরকে পরিণত হয়েছে। শ্রমিক সংগঠনগুলো ২৫ হাজার টাকা মজুরির কথা বললেও সরকার তা কর্ণপাত করছে না। শ্রম আইনে পাঁচ বছর পর বেতন বাড়ানোর কথা থাকলেও তা কার্যকর করা হয় না। এই দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।’ একই সঙ্গে ঈদুল আজহার আগে বেতন-বোনাস পরিশোধ করার দাবি জানান তাঁরা।
যুগ্ম সম্পাদক জাহিদ সুজনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক কাউসার হামিদ, সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বাবু, অর্থ সম্পাদক মেহেদি হাসান উজ্জল, পঞ্চবটী আঞ্চলিক শাখার আহ্বায়ক অভি হাওলাদার, সিদ্ধিরগঞ্জ ইপিজেড অঞ্চলের আহ্বায়ক জিয়া প্রমুখ।