হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলনে ৬ দাবি

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে সংবাদ সম্মেলন করে ছয়টি দাবি পূরণের আহ্বান জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জেলা শাখা। আজ মঙ্গলবার দুপুরে নরসিংদী সরকারি কলেজের সম্মেলনকক্ষে এই সংবাদ সম্মেলন করা হয়। একই দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সারা দেশে সংবাদ করেছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নরসিংদী জেলা শাখার সভাপতি প্রফেসর সিরাজ উদ্দিন ভূঁইয়া দাবিগুলো তুলে ধরেন। এসব দাবির মধ্যে রয়েছে—ক্যাডার কম্পোজিশন সুরক্ষা, পদোন্নতি, পদ সৃজন, স্কেল আপগ্রেডেশন, আন্তক্যাডার বৈষম্য নিরসন ও পেশাভিত্তিক মন্ত্রণালয় চালু। এসব দাবি পূরণ না হলে আগামী ২ অক্টোবর কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়। এর পরও দাবি মেনে নেওয়া না হলে ১০ অক্টোবর থেকে টানা তিন দিনের কর্মবিরতির হুঁশিয়ারি দেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকেরা।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নরসিংদীর সাধারণ সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাক আহমেদ, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের উপাধ্যক্ষ নাসিমা আক্তার, নরসিংদী সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাওয়ার্দী, নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন লাভলুসহ জেলার বিভিন্ন সরকারি কলেজের অর্ধশত শিক্ষক।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট