হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদীতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সংবাদ সম্মেলনে ৬ দাবি

নরসিংদী প্রতিনিধি

নরসিংদীতে সংবাদ সম্মেলন করে ছয়টি দাবি পূরণের আহ্বান জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির জেলা শাখা। আজ মঙ্গলবার দুপুরে নরসিংদী সরকারি কলেজের সম্মেলনকক্ষে এই সংবাদ সম্মেলন করা হয়। একই দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সারা দেশে সংবাদ করেছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নরসিংদী জেলা শাখার সভাপতি প্রফেসর সিরাজ উদ্দিন ভূঁইয়া দাবিগুলো তুলে ধরেন। এসব দাবির মধ্যে রয়েছে—ক্যাডার কম্পোজিশন সুরক্ষা, পদোন্নতি, পদ সৃজন, স্কেল আপগ্রেডেশন, আন্তক্যাডার বৈষম্য নিরসন ও পেশাভিত্তিক মন্ত্রণালয় চালু। এসব দাবি পূরণ না হলে আগামী ২ অক্টোবর কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়। এর পরও দাবি মেনে নেওয়া না হলে ১০ অক্টোবর থেকে টানা তিন দিনের কর্মবিরতির হুঁশিয়ারি দেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের শিক্ষকেরা।

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি নরসিংদীর সাধারণ সম্পাদক আব্দুল হালিমের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাক আহমেদ, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের উপাধ্যক্ষ নাসিমা আক্তার, নরসিংদী সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাওয়ার্দী, নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন লাভলুসহ জেলার বিভিন্ন সরকারি কলেজের অর্ধশত শিক্ষক।

বিপিএল ম্যাচ না হওয়ায় পল্লবীতে দর্শকদের সড়ক অবরোধ

হাদি হত্যা: বাদীর নারাজি আবেদন গ্রহণ, সিআইডিকে অধিকতর তদন্তের নির্দেশ

একজন ওয়ার্ড কাউন্সিলরের পরিকল্পনায় হাদি হত্যা—ডিবি পুলিশের তদন্ত প্রতিবেদন রীতিমতো হাস্যকর: বাদীপক্ষ

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে নির্মাণশ্রমিকের মৃত্যু

সাত কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দ্বিতীয় দিনে, তীব্র যানজটে ভোগান্তি

হাদি হত্যা: ডিবির চার্জশিট প্রত্যাখ্যান করে বাদীর নারাজি

এনআইডি জালিয়াতি করে কোটি টাকা আয়ের অভিযোগে ইসির কর্মচারী গ্রেপ্তার

বিটিসিএলের তিন কর্মকর্তাসহ ৫ জনের নামে মামলা, তদন্তে সিআইডি

অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৯

সোনারগাঁয়ে মহাসড়কে ছিনতাইকারীদের অটোরিকশায় আগুন দিয়েছে জনতা, আটক ২