হোম > সারা দেশ > গোপালগঞ্জ

খেলা এবং রাজনীতি একটা আরেকটাকে হেল্প করবে: সাকিব আল হাসান

গোপালগঞ্জ প্রতিনিধি

খেলা এবং রাজনীতি একটি আরেকটির পরিপূরক হিসেবে কাজ করবে বলে মনে করেন ক্রিকেটার ও সংসদ সদস্য পদপ্রার্থী সাকিব আল হাসান। আজ সোমবার দুপুরে গোপালগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ ধরনের মন্তব্য করেন তিনি। 

তিনি বলেন, ‘খেলা ও রাজনীতি একসঙ্গে খুব বেশি কঠিন হবে বলে আমার কাছে মনে হয় না। খেলা এবং রাজনীতি একটা আরেকটাকে হেল্প করবে বলে আমি মনে করি। মাঠে ভালো পারফরম্যান্স করতে থাকলে কাজের দিকেও ভালো পারফরম্যান্স হওয়ারও একটা জায়গা তৈরি হবে। এতে গ্রহণযোগ্যতা আরও ভালো থাকবে। এটাতে হয়তো আমি আরও ভালো কাজ করার সুযোগ পাব এবং মানুষের জন্য কাজও করতে পারব।’ 

সাকিব বলেন, ‘আমার ক্রিকেট নিয়ে তো পরিকল্পনা ছোটকাল থেকেই ছিল, এখনো আছে এবং থাকবে। এখন পরিকল্পনা মাগুরাকে নিয়ে। প্রথমত, যদি জয়ী হতে পারি, মাগুরাকে নিয়ে অনেক বড় প্ল্যান আছে, সেগুলো বাস্তবায়ন করব।’ 

তিনি আরও বলেন, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা তো ভুল কথা বলেনি, তারা ঠিক কথা বলেছে যে ক্রিকেটের মাঠে পুরাতন হলেও রাজনীতির মাঠে আমি নতুন। তাদের কথায় তো কোনো ভুল নেই! চেষ্টা করব নতুন এলেও যেন ভালো পারফরম্যান্স দেখাতে পারি রাজনীতির মাঠে। আস্তে আস্তে এক্সপেরিয়েন্স হলে ইনশা আল্লাহ আরও ভালো করতে পারব।’ 
 
আজ সকালে প্রতীক বরাদ্দ পেয়ে তিনি রওনা হন গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার দিকে। দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। পরে সেখানে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত করেন তিনি।

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট