হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নে বকেয়া বেতনের দাবিতে কাপাসিয়া-রাজেন্দ্রপুর সংযোগ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। আজ শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় ডার্ড কম্পোজিট লিমিটেডের শ্রমিকেরা এই অবরোধ শুরু করেন। বিকেল ৫টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ঢাকাগামী উজানভাটি পরিবহনের যাত্রী সালমান বলেন, ‘চার ঘণ্টা ধরে বাসে বসে আছি। হেঁটে যাওয়ারও কোনো পরিবেশ নেই। পুরো রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে। একটি গাড়িও চলাচলের সুযোগ নেই। প্রচণ্ড গরমে শিশুরা খুবই সমস্যায় আছে।’

জলসিঁড়ি পরিবহনের একটি বাসে যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছেন শাহীন মিয়া। তিনি বলেন, ‘মনে হয় কাপাসিয়া পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। কোনো গাড়ি চলাচল করতে পারছে না। অনেক যাত্রী বাস থেকে নেমে গেছে। কী করব বসে আছি। তবুও রাস্তা যানবাহন চলাচলের উপযোগী হচ্ছে না। শুনেছি পোশাকশ্রমিকেরা রাস্তা অবরোধ করে রাখছে।’

রাজাবাড়ী এলাকার সিএনজিচালিত অটোরিকশাচালক মন্টু মিয়া বলেন, ‘বেলা ১১টা থেকে সড়ক অবরোধ করে আন্দোলন করছেন শ্রমিকেরা। শত শত পুলিশ আসছে, তবুও রাস্তা থেকে শ্রমিকদের সরিয়ে নিতে পারছে না।’

কারখানা কর্তৃপক্ষ তিন মাস ধরে বেতন-ভাতা বকেয়া রেখেছে বলে দাবি করে ডার্ড কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিক লিমা আক্তার বলেন, ‘আমাদের বাসাভাড়া বাকি। বাসার মালিক বাড়ি ছেড়ে দিতে চাপ দিচ্ছে। অপর দিকে দোকানি বাকি দেওয়া বন্ধ করছে। আমরা এখন কী করব?’

ওই কারখানার শ্রমিক ইকবাল হোসেন বলেন, ‘বাড়িতে অসুস্থ বাবা রয়েছেন। দুই মাস হলো কোনো টাকাপয়সা পাঠাতে পারছি না। বাবার ওষুধ কিনতে সমস্যা হচ্ছে। অসুস্থ বাবা আমার দিকে তাকিয়ে থাকে, কিন্তু কিছু করতে পারছি না। বেতন না পাওয়ায় খুবই সমস্যায় আছি। বাধ্য হয়ে রাস্তায় এসেছি সমাধানের জন্য।’

শ্রমিকদের অবরোধের বিষয়ে জানতে ডার্ড কম্পোজিট লিমিটেড কারখানার ঊর্ধ্বতন ব্যবস্থাপক (প্রশাসন) আকাশ মিয়ার মোবাইল ফোনে কল করা হলে তিনি ধরেননি।

রাজাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসিনা মমতাজ বলেন, ‘সড়ক অবরোধের কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েছে মানুষ। আমরা চেষ্টা করছি সমস্যা সমাধানের।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নিতে চেষ্টা করছি। শ্রমিকেরা কোনোভাবেই সড়ক ছাড়ছে না।’

ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, চারজন গ্রেপ্তার

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

ইভ্যালির রাসেল-শামীমা কারাগারে

জুলাই অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর রায় যেকোনো দিন

সেই ৪০০ কোটির পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি ক্রোক, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

সাভারে ‘ভোটের রিকশা’র উদ্বোধন করলেন রিজওয়ানা হাসান

সর্বোচ্চ ভাড়া বাড়ির দামের ১৫ শতাংশ, দুই বছরের আগে বাড়ানো যাবে না: ডিএনসিসির নির্দেশনা

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট