হোম > সারা দেশ > কুমিল্লা

সাম্রাজ্যবাদের দোসরদের বিরুদ্ধে দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রোডমার্চে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা টাউন হল মাঠে সমাবেশ। ছবি: আজকের পত্রিকা

চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানিকে দেওয়ার পরিকল্পনা, রাখাইনের জন্য মানবিক করিডর এবং স্টারলিংকের মাধ্যমে ‘সাম্রাজ্যবাদী চক্রের’ আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় কুমিল্লায় পৌঁছেছে। ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’-এর ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন অর্ধশতাধিক সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক দল ও সংগঠনের ছয় শতাধিক নেতা-কর্মী।

সন্ধায় রোডমার্চ কুমিল্লা টাউন হল মাঠে পৌঁছায়। রাত ৮টায় বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে শুরু হয় সমাবেশ। সেখানে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

প্রিন্স বলেন, ‘চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। রাখাইনে করিডর ও সাম্রাজ্যবাদের দোসরদের বিরুদ্ধে দেশপ্রেমিকদের ঐক্যবদ্ধ হতে হবে।’

আয়োজকেরা জানান, শুক্রবার সকাল ১০টায় ঢাকার জাতীয় প্রেসক্লাব থেকে রোডমার্চ শুরু হয়। পথে নারায়ণগঞ্জ ও কুমিল্লায় পথসভা শেষে ফেনীতে গিয়ে তাঁরা রাতযাপন করবেন। শনিবার ফেনী, মিরসরাই, সীতাকুণ্ড হয়ে চট্টগ্রাম বন্দরের সামনে চূড়ান্ত সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন অধ্যাপক এম এম আকাশ, মোশরেফা মিশু, বজলুর রশিদ ফিরোজ, নাসির উদ্দিন নসু, মাসুদ রানা, শহিদুল ইসলাম, মাসুদ খানসহ বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা। সংহতি জানান অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী ও অধ্যাপক আনু মুহাম্মদও।

এ কর্মসূচিতে ছাত্র ও যুবসংগঠনের সদস্যদেরও সক্রিয় অংশগ্রহণ করতে দেখা গেছে।

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক