হোম > সারা দেশ > কুমিল্লা

ভুল চিকিৎসায় চোখ ক্ষতিগ্রস্ত, ভুয়া চিকিৎসকের লাখ টাকা জরিমানা

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি 

ভুয়া চিকিৎসক মো. মহসীন। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার হোমনায় ভুল চিকিৎসায় রোগীর চোখ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগে মো. মহসীন নামের এক ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার দুপুরে উপজেলার চৌরাস্তা মোড়ের শারবীন চশমা ঘরে অভিযান চালিয়ে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্ষেমালিকা চাকমা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চৌরাস্তা এলাকার ব্যবসায়ী সাইফুল ইসলাম শামীম কিছুদিন আগে চোখে পানি পড়ার সমস্যা নিয়ে শারবীন চশমা ঘরে চিকিৎসার জন্য যান। সেখানে থাকা ভুয়া চিকিৎসক মহসীনের পরামর্শ অনুযায়ী তিনি ওষুধ ব্যবহার করেন। এতে তাঁর চোখে মারাত্মক সংক্রমণ দেখা দেয়। পরে শামীম ঢাকায় চিকিৎসা নিতে গেলে চক্ষুবিশেষজ্ঞ জানান, ভুল চিকিৎসার কারণে চোখের মারাত্মক ক্ষতি হয়েছে এবং অস্ত্রোপচার ছাড়া আর কোনো উপায় নেই।

পরে শামীম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস ছালাম সিকদারের কাছে লিখিত অভিযোগ দেন। তিনি বিষয়টি উপজেলা প্রশাসনকে জানান এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ফয়জুর রহমানকে তদন্তের দায়িত্ব দেন। আজ ইউএনওর নেতৃত্বে চিকিৎসা কর্মকর্তা ফয়জুর অভিযুক্ত চিকিৎসকের চেম্বারে অভিযান চালান। এ সময় সঠিক চিকিৎসা সনদ ও বৈধ অনুমোদন না থাকায় তাঁকে ভুয়া চিকিৎসক হিসেবে চিহ্নিত করে ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ইউএনও জানান, অভিযুক্ত মহসীন ভবিষ্যতে আর কোনো চিকিৎসা কার্যক্রম চালাবেন না মর্মে লিখিত অঙ্গীকারনামা দিয়েছেন।

কুমিল্লায় চলছে নির্বাচনী পোস্টার–ব্যানার অপসারণ

মেঘনায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৫

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার

‎সাত শতাধিক শিক্ষার্থী নিয়ে কুবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ভুট্টাখেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

সড়কে পড়ে ছিল যুবকের মাথা থেঁতলানো লাশ

পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যেতে চায় আরশাদুল, অর্থের অভাবে যেতে পারছে না স্কুলে

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত