হোম > সারা দেশ > কুমিল্লা

দলবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী পরদিন এসে ধরল অভিযুক্তদের

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার দুজন। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার চান্দিনায় এক স্কুলছাত্রী বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শুক্রবার করা মামলায় দুজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযুক্তরা হলেন উপজেলার জোয়াগ ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মো. সোয়েব ও একই ইউনিয়নের নলুয়া গ্রামের রতন চন্দ্র সরকার। ভুক্তভোগী মেয়েটি চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা। সে এবারের এসএসসি পরীক্ষার্থী।

ওই ছাত্রী আজকের পত্রিকাকে জানায়, সে গত বুধবার বিকেলে চান্দিনা ও কচুয়া উপজেলার মধ্যবর্তী কৈলাইন বাজারে এক বন্ধুর সঙ্গে দেখা করতে আসে। সেখান থেকে সন্ধ্যার পর অটোরিকশায় করে বাড়ির দিতে রওনা দেয়। পথে পাঁচ-ছয়জন যুবক রিকশাটি থামিয়ে চালক ও মেয়েটিকে মারধর ও টেনেহিঁচড়ে মাঠের মধ্যে একটি নলকূপের ঘরে নিয়ে যান। সেখানে চালকের হাত-পা বেঁধে পাঁচ যুবক মেয়েটিকে ধর্ষণ করেন।

একপর্যায়ে অভিযুক্তরা দুজনকে ওই ঘরে ফেলে চলে যান। অনেকক্ষণ পর মেয়েটি জ্ঞান ফিরে পায় এবং তখন সে চালকের হাত-পায়ের বাঁধ খুলে দেয়। পরে চালক তাকে বাড়িতে পৌঁছে দেন।

এ ঘটনায় মেয়েটি পরদিন বৃহস্পতিবার সন্ধ্যায় অটোরিকশার ওই চালককে নিয়ে আবারও কৈলাইন বাজারে যায় এবং সেখানে অভিযুক্ত দুজনকে চিনতে পেরে তাৎক্ষণিক ঘটনাটি বাজারের মানুষকে জানায়। তখন লোকজন দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। মেয়েটি পরে শুক্রবার সকালে বাদী হয়ে ওই দুজনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে চান্দিনা থানায় মামলা করে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

ভোটের বন্ধ্যাত্বের অবসান ঘটাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে: খাদ্য উপদেষ্টা

সোনার দুল কেড়ে নিতে নারীর কান ছিঁড়ে ফেলল ডাকাতেরা