হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লা শিক্ষা বোর্ডে ২২টি প্রতিষ্ঠানে শতভাগ পাস

কুমিল্লা প্রতিনিধি  

কুমিল্লা শিক্ষা বোর্ড। ছবি: সংগ্রহীত

কুমিল্লা শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯০২ জন। শতভাগ পাস করেছে ২২টি শিক্ষাপ্রতিষ্ঠান। আজ বৃহস্পতিবার বেলা ২টায় প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা যায়। এর আগে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।

জানা যায়, চলতি বছর পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৬৯ হাজার ৮৩৮ জন এবং মেয়ে ৯৭ হাজার ৭৩৪ জন।

পাস করেছে মোট ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। এর মধ্যে ছেলে পাস করেছে ৪৩ হাজার ৭৮০ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪০৭ জন। মেয়েদের মধ্যে পাস করেছে ৬২ হাজার ৮০১ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৯৫ জন।

মোট পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। মেয়েদের পাসের হার ৬৪ দশমিক ২৬ শতাংশ, ছেলেদের ৬২ দশমিক ৬৯ শতাংশ। বিজ্ঞান বিভাগে ৮৮ দশমিক ১ শতাংশ, মানবিকে ৪৬ দশমিক ৭৭ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৩ দশমিক ৯২ শতাংশ।

এবার বোর্ডের অধীনে ১০ হাজার ৭৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২২টি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে এবং একটি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। গত বছর পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩ শতাংশ, জিপিএ-৫ ছিল ১২ হাজার ১০০ জন।

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার