হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লা শিক্ষা বোর্ডে ২২টি প্রতিষ্ঠানে শতভাগ পাস

কুমিল্লা প্রতিনিধি  

কুমিল্লা শিক্ষা বোর্ড। ছবি: সংগ্রহীত

কুমিল্লা শিক্ষা বোর্ডের গড় পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৯ হাজার ৯০২ জন। শতভাগ পাস করেছে ২২টি শিক্ষাপ্রতিষ্ঠান। আজ বৃহস্পতিবার বেলা ২টায় প্রকাশিত ফলাফলে এই তথ্য জানা যায়। এর আগে বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন।

জানা যায়, চলতি বছর পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৬৭ হাজার ৫৭২ জন শিক্ষার্থী। এর মধ্যে ছেলে ৬৯ হাজার ৮৩৮ জন এবং মেয়ে ৯৭ হাজার ৭৩৪ জন।

পাস করেছে মোট ১ লাখ ৬ হাজার ৫৮১ জন। এর মধ্যে ছেলে পাস করেছে ৪৩ হাজার ৭৮০ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪০৭ জন। মেয়েদের মধ্যে পাস করেছে ৬২ হাজার ৮০১ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৪৯৫ জন।

মোট পাসের হার ৬৩ দশমিক ৬০ শতাংশ। মেয়েদের পাসের হার ৬৪ দশমিক ২৬ শতাংশ, ছেলেদের ৬২ দশমিক ৬৯ শতাংশ। বিজ্ঞান বিভাগে ৮৮ দশমিক ১ শতাংশ, মানবিকে ৪৬ দশমিক ৭৭ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৩ দশমিক ৯২ শতাংশ।

এবার বোর্ডের অধীনে ১০ হাজার ৭৯৯টি শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২২টি প্রতিষ্ঠান শতভাগ পাস করেছে এবং একটি প্রতিষ্ঠানে কেউ পাস করেনি। গত বছর পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩ শতাংশ, জিপিএ-৫ ছিল ১২ হাজার ১০০ জন।

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

ভোটের বন্ধ্যাত্বের অবসান ঘটাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে: খাদ্য উপদেষ্টা

সোনার দুল কেড়ে নিতে নারীর কান ছিঁড়ে ফেলল ডাকাতেরা