হোম > সারা দেশ > কুমিল্লা

একদরের নামে প্রতারণা, ২৭০০ টাকার জুতা ৪ হাজার ৮০০ টাকায় বিক্রি

কুমিল্লা প্রতিনিধি

একদরের জুতার দোকানে জুতার ক্রয়মূল্য ২ হাজার ৭০০ টাকা; ট্যাগ লাগানো হয়েছে ৪ হাজার ৮০০ টাকা। পাঞ্জাবির ক্রয়মূল্য ১ হাজার ৫০০ টাকা; একদর ট্যাগ মূল্য লাগানো হয়েছে ২ হাজার ৯৯০ টাকা। এভাবে প্রতিটি পণ্য ৬০ থেকে ৭০ শতাংশ লাভ করা হচ্ছে। 

এমন অভিযোগে আজ রোববার কুমিল্লার দাউদকান্দির গৌরপুর বাজারে অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করেছে। এ ছাড়া ক্ষতিকর রং ব্যবহার করায় আরও একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। কুমিল্লার ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এই জরিমানা করেন। 

অভিযানে অন্যায্যভাবে জুতার দাম বাড়িয়ে ট্যাগ লাগানোর অভিযোগে মেসার্স আরাম সুজ-২-কে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। কাপড়ের দাম বাড়িয়ে ট্যাগ লাগানোর অভিযোগে মেসার্স মায়ের দোয়া গার্মেন্টসকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া ইফতারসামগ্রী জিলাপিতে ক্ষতিকারক রং মেশানোর অভিযোগে মেসার্স জল খাবার মিষ্টির দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২০ কেজি রং মিশ্রিত জিলাপি জব্দ করে ধ্বংস করা হয়। মোট তিন প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বলেন, ঈদকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী একদরের দোকানে পণ্যের ক্রয়মূল্য থেকে ৬০-৭০ শতাংশ মূল্য বাড়িয়ে বিক্রি করছে। একদরের নামে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে। এমন সত্যতা পেয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। 

অভিযানে জেলা স্বাস্থ্য পরিদর্শক ইসরাইল হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক শামসুজ্জামান ও গৌরীপুর পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক রাজিবের নেতৃত্বে একটি দল অংশ নেয়।

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত

বাঁচার আকুতি ব্লাড ক্যানসারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যার

ভোটের মাঠে: বিএনপি বিভক্তির সুযোগে আশা দেখছে জামায়াত

কুমিল্লায় অনুষ্ঠিত হলো বুক অলিম্পিয়াড

কুমিল্লা ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

কুমিল্লায় পারিবারিক কলহ: স্বামী-স্ত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মায়ের কুলখানির দিনেই একমাত্র ছেলের মৃত্যু, কুমিল্লায় একই পরিবারে শোকের ছায়া

হোমনায় ডেঙ্গু ও ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব: ৫০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি ৭০