হোম > সারা দেশ > কুমিল্লা

তিন মামলায় খালেদা জিয়াসহ বিএনপি-জামায়াত নেতাদের অব্যাহতি

কুমিল্লা প্রতিনিধি

ফাইল ছবি

কুমিল্লার চৌদ্দগ্রামে ২০১৫ সালে পেট্রলবোমা হামলা ও কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় করা হত্যা ও নাশকতার তিনটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে এসব মামলায় বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের বিরুদ্ধেও মামলা প্রত্যাহার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার জেলা সরকারি কৌঁসুলি (জেলা পিপি) মো. কাইমুল হক রিংকু। আজ সোমবার বিকেলে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

পিপি কাইমুল হক রিংকু বলেন, ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি চৌদ্দগ্রাম উপজেলার জগমোহনপুর এলাকায় মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় আট যাত্রী নিহত হন। ঘটনার পর হত্যা ও বিস্ফোরক আইনে দুটি পৃথক মামলা করা হয়। মামলার বাদী ছিলেন তৎকালীন চৌদ্দগ্রাম থানার পুলিশ কর্মকর্তা নুরুজ্জামান হাওলাদার।

তদন্ত শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৭৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেওয়া হয়। পরে আদালতে শুনানিতে খালেদা জিয়ার সম্পৃক্ততার কোনো প্রমাণ না পাওয়ায় কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক সফিকুল ইসলাম তাঁকে মামলা থেকে অব্যাহতি দেন। কারণ, ঘটনার সময় তিনি গুলশানের নিজ বাসায় অবরুদ্ধ অবস্থায় ছিলেন।

অপরদিকে ২০১৫ সালের ২৫ জানুয়ারি চৌদ্দগ্রামের হায়দারপুর এলাকায় কাভার্ড ভ্যান পোড়ানোর ঘটনায় করা আরেকটি নাশকতার মামলায় বেগম খালেদা জিয়াসহ ৩২ জনকে আসামি করা হয়। পরে এই মামলায় আরও ১০ জনের নাম যুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়। এ মামলার বাদীও ছিলেন একই কর্মকর্তা, এসআই নুরুজ্জামান হাওলাদার। শুনানিতে এই মামলায়ও খালেদা জিয়ার সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক আফরোজা শিউলি তাঁকে অব্যাহতি দেন।

জেলা পিপি কাইমুল হক রিংকু আরও জানান, ওই সময়কার মামলাগুলো তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছিল বলে বিবেচনায় নিয়ে আইন মন্ত্রণালয়ে মামলা প্রত্যাহারের আবেদন করা হয়। মন্ত্রণালয় আবেদনটি গ্রহণ করে মামলা তিনটি প্রত্যাহারের নির্দেশ দিয়েছে। ফলে এখন থেকে চৌদ্দগ্রাম থানায় বেগম খালেদা জিয়া ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে আর কোনো মামলা নেই।

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত

বাঁচার আকুতি ব্লাড ক্যানসারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যার

ভোটের মাঠে: বিএনপি বিভক্তির সুযোগে আশা দেখছে জামায়াত

কুমিল্লায় অনুষ্ঠিত হলো বুক অলিম্পিয়াড

কুমিল্লা ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

কুমিল্লায় পারিবারিক কলহ: স্বামী-স্ত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা