হোম > সারা দেশ > কুমিল্লা

হোমনায় ২৭ বছর পর লটারিতে জয়পুর বাজারের ২১০টি দোকান ভিটার মালিকানা নির্ধারণ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি 

লটারির মাধ্যমে দোকানের মালিকানা নির্ধারিত হয়। ছবি: আজকের পত্রিকা

সকল প্রকার অনিয়ম ও দুর্নীতি রোধে দীর্ঘ ২৭ বছর পর কুমিল্লার হোমনা উপজেলার জয়পুর বাজারে লটারির মাধ্যমে ২১০টি দোকানভিটার মালিকানা নির্ধারণ করা হয়েছে।

সোমবার (২৬ মে) জয়পুর বাজারে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাজার কমিটির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলামের সভাপতিত্বে এবং বাজার কমিটির সেক্রেটারি মাওলানা আবদুস সাত্তারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবদুল বাতেন মাস্টার, মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, মো. মোসলেম উদ্দিন, কামাল উদ্দিনসহ দোকান মালিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বাজার কমিটির সভাপতি মাহফুজুল ইসলাম বলেন, ‘বাজারের দোকান ভিটা বরাদ্দে স্বচ্ছতা নিশ্চিত করতেই লটারির মাধ্যমে মালিকানা নির্ধারণ করা হয়েছে। এতে সবাই সন্তুষ্টি প্রকাশ করেছেন।’

লটারিতে ১ নম্বর দোকান ভিটের মালিকানা পাওয়া অনন্তপুর গ্রামের মো. আলম মিয়া বলেন, ‘লটারির মাধ্যমে বরাদ্দ দেওয়ায় আমি অন্য গ্রাম থেকে এসেও ১ নম্বর দোকান ভিটা পেয়েছি। এভাবে না হলে হয়তো কোনো প্রভাবশালী ব্যক্তি এটি পেয়ে যেত। আমি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।’

বাজার কমিটির সেক্রেটারি মাওলানা আবদুস সাত্তার বলেন, ‘২৭ বছর আগে বাজারের এই ভিটার জমি বিক্রয় করা হলেও বিভিন্ন কারণে মালিকদের বুঝিয়ে দেওয়া সম্ভব হয়নি। আজ স্বচ্ছ প্রক্রিয়ায় বরাদ্দ হওয়ায় মালিকেরা খুশি হয়েছেন।’

চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৬

কুমিল্লা-৬: অবশেষে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন হাজি ইয়াছিন

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত