হোম > সারা দেশ > কুমিল্লা

পারভেজ হত্যা মামলার আসামি হৃদয় কুমিল্লা থেকে গ্রেপ্তার

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি 

হৃদয় মিয়াজী। ছবি: সংগৃহীত

ঢাকার বনানীর প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজীকে (২৩) কুমিল্লার তিতাস উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার রাতে উপজেলার বলরামপুর ইউনিয়নের মনাইরকান্দি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা র‍্যাব-১১ এবং তিতাস থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁর মামা হারুন উর রশিদের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামি হৃদয় মিয়াজী তিতাস উপজেলার দূরলব্দী গ্রামের মাহবুব আলমের ছেলে এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম সদস্যসচিব। গ্রেপ্তারের পর তাঁকে কুমিল্লা র‍্যাব-১১-এর কাছে হস্তান্তর করে তিতাস থানা-পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্লাহ। তিনি বলেন, ঢাকায় পারভেজ হত্যার এজাহারভুক্ত আসামি হৃদয় মিয়াজীকে সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা র‍্যাব-১১-এর সহযোগিতায় উপজেলার মনাইরকান্দি গ্রামে আসামির মামার বাড়ি থেকে গ্রেপ্তার করে র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার বিকেলে পাশের ইউনিভার্সিটি অব স্কলার্সের দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরে প্রাইমএশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে পারভেজের বাগ্‌বিতণ্ডা হয়। পরে দুই পক্ষের মধ্যে মীমাংসা করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার