হোম > সারা দেশ > কুমিল্লা

ব্রাহ্মণপাড়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থককে জরিমানা

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর দুই সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ ও তেতাভূমি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ এলাকায় নির্বাচনী ক্যাম্পে আলোকসজ্জা করে আচরণবিধি ভঙ্গ করায় আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী’র সমর্থক এবং ওই এলাকার বাসিন্দা জসিম উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত ওই ইউনিয়নের তেতাভূমি এলাকায় একাধিক নির্বাচনী ক্যাম্প স্থাপনের অভিযোগে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আবু তৈয়ব অপি’র সমর্থক ও উত্তর তেতাভূমি এলাকার বাসিন্দা আমীন মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণার নির্দেশ দেওয়া হয় এবং সতর্ক করা হয়। অভিযানে থানা-পুলিশের একটি দল সহযোগিতা করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা জানান, ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার