হোম > সারা দেশ > কুমিল্লা

ব্রাহ্মণপাড়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থককে জরিমানা

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর দুই সমর্থককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ ও তেতাভূমি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার শশীদল ইউনিয়নের নাগাইশ এলাকায় নির্বাচনী ক্যাম্পে আলোকসজ্জা করে আচরণবিধি ভঙ্গ করায় আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী ব্যারিস্টার সোহরাব খান চৌধুরী’র সমর্থক এবং ওই এলাকার বাসিন্দা জসিম উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত ওই ইউনিয়নের তেতাভূমি এলাকায় একাধিক নির্বাচনী ক্যাম্প স্থাপনের অভিযোগে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী আবু তৈয়ব অপি’র সমর্থক ও উত্তর তেতাভূমি এলাকার বাসিন্দা আমীন মিয়াকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। এ সময় উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের নির্বাচনী আচরণবিধি মেনে প্রচারণার নির্দেশ দেওয়া হয় এবং সতর্ক করা হয়। অভিযানে থানা-পুলিশের একটি দল সহযোগিতা করেন। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা জানান, ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার

‎সাত শতাধিক শিক্ষার্থী নিয়ে কুবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ভুট্টাখেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

সড়কে পড়ে ছিল যুবকের মাথা থেঁতলানো লাশ

পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যেতে চায় আরশাদুল, অর্থের অভাবে যেতে পারছে না স্কুলে

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত