হোম > সারা দেশ > কুমিল্লা

জানাজা থেকে ফিরছিলেন সাবেক ইউপি সদস্য, তুলে নিয়ে কুপিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটের বক্সগঞ্জ ইউপির সাবেক সদস্য আলাউদ্দিনের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে স্বজনেরা সেখানে ছুটে আসেন। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বক্সগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. আলাউদ্দিনকে (৫৫) তুলে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। চাচাতো ভাইয়ের জানাজা শেষে বাড়ি ফেরার পথে চান্দাশ এলাকায় আজ রোববার দুপুরে তাঁকে সড়ক থেকে তুলে নেয় দুর্বৃত্তরা। এরপর তাঁকে কুপিয়ে হত্যা করে লাশ সড়কের পাশে ফেলে যায়।

আলাউদ্দিন বক্সগঞ্জ ইউনিয়নের আলিয়ারা গ্রামের সুরুজ মিয়ার ছেলে। তাঁর স্বজনেরা দাবি করেছেন, আলাউদ্দিনকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে, আলাউদ্দিনের শরীরে গুলির চিহ্ন পাওয়া যায়নি।

আলাউদ্দিনের স্বজনদের অভিযোগ, শত্রুতার জেরে সন্ত্রাসীরা পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে ছিল। তিনি চাচাতো ভাইয়ের জানাজা শেষে দুপুরে বাড়িতে ফিরছিলেন। এ সময় অস্ত্রধারী একদল দুর্বৃত্ত তাঁর পথ রোধ করে। পরে হাত-পা বেঁধে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নেয়।

আলাউদ্দিনের ভাগনে আনোয়ার হোসেন বলেন, ‘জানাজা শেষে মামাকে তুলে নিয়ে যাওয়া হলে আমি খবর পেয়ে তাদের পিছু নিই। চান্দাশ এলাকায় গিয়ে দেখি, মামাকে কুপিয়ে ও গুলি করে ফেলে রাখা হয়েছে।’

আরেক স্বজন বারেক ভূঁইয়া বলেন, ‘আমরা শুভপুর এলাকায় গিয়ে তাদের (দুর্বৃত্তদের) বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা দ্রুত পালিয়ে যায় এবং চান্দাশ এলাকায় গিয়ে মামাকে ফেলে দেয়।’

স্থানীয় সূত্রে জানা গেছে, আলাউদ্দিনের সঙ্গে একই এলাকার সালেহ আহম্মদের পক্ষের দীর্ঘদিন ধরে গরু চুরিসংক্রান্ত বিরোধ চলছিল। এলাকাবাসীর ধারণা, এই বিরোধ থেকেই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক আজকের পত্রিকাকে বলেন, আলাউদ্দিনের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে গুলির কোনো চিহ্ন পাওয়া যায়নি। ওই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অভিযুক্তদের আটকে অভিযান চালানো হচ্ছে। তবে এখনো কাউকে আটক করা যায়নি।

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত

বাঁচার আকুতি ব্লাড ক্যানসারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যার

ভোটের মাঠে: বিএনপি বিভক্তির সুযোগে আশা দেখছে জামায়াত

কুমিল্লায় অনুষ্ঠিত হলো বুক অলিম্পিয়াড

কুমিল্লা ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

কুমিল্লায় পারিবারিক কলহ: স্বামী-স্ত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মায়ের কুলখানির দিনেই একমাত্র ছেলের মৃত্যু, কুমিল্লায় একই পরিবারে শোকের ছায়া

হোমনায় ডেঙ্গু ও ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব: ৫০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি ৭০