হোম > সারা দেশ > কুমিল্লা

হোমনায় বাঁধ দিয়ে নদী ভরাটের চেষ্টা, ৫০ হাজার টাকা জরিমানা

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনায় অবৈধভাবে বাঁধ দিয়ে তিতাস নদী ভরাটের চেষ্টা করায় মোহাম্মদ মাসুদ ভূঁইয়া নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইউছুফ হাসান গতকাল বুধবার বিকেলে উপজেলার চান্দেরচর ইউনিয়নের রামকৃষ্ণপুর আড়ালিয়াকান্দি গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এই জরিমানা করেন। 

অভিযানের সময় বাঁধটি আগামী পাঁচ দিনের মধ্যে অপসারণের জন্য সময় বেঁধে দেওয়া হয়। অর্থদণ্ডপ্রাপ্ত মোহাম্মদ মাসুদ ভূইয়া রামকৃষ্ণপুর আড়ালিয়াকান্দি গ্রামের আলী আজমের ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) ইউছুফ হাসান বলেন, ‘নদী দখল করার চেষ্টা আইনত দণ্ডনীয় অপরাধ। রামকৃষ্ণপুর আড়ালিয়াকান্দি সংলগ্ন তিতাস নদীতে বাঁধ দিয়ে নদী ভরাটের চেষ্টা হচ্ছে এমন তথ্য পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এ সময় ঘটনাস্থলে উপস্থিত মোহাম্মদ মাসুদ ভূঁইয়া স্বীকার করেন, তিনিসহ আরও কয়েকজন মিলে ভরাটের জন্য নদীর মধ্যে মাটি ফেলে বাঁধ দিয়েছেন। মাসুদকে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা ৬ (ঙ) লঙ্ঘন করায় এই জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) আরও জানান, নদীপাড়ের কোনো ব্যক্তিমালিকানাধীন জমিও যদি ভেঙে নদীতে পরিণত হয়, সেটা নদীর জায়গা হয়ে যায়। সেখানে ইচ্ছা করলেই নদীর পানি প্রবাহ বন্ধ করে কোনো ব্যক্তি ভরাট কিংবা দখল করতে পারবেন না।

সোনার দুল কেড়ে নিতে নারীর কান ছিঁড়ে ফেলল ডাকাতেরা

কুমিল্লায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত

নির্বাচন অফিসে বিএনপি প্রার্থীর লোকজনের সঙ্গে হাসনাতের বাগ্‌বিতণ্ডা

মেঘনা-গোমতী সেতু থেকে উদ্ধার বোমাসদৃশ বস্তুটি নিষ্ক্রিয়

থানা কমপ্লেক্সের ভেতরে গরু চরাতে নিষেধ করায় পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার