হোম > সারা দেশ > কুমিল্লা

দাউদকান্দিতে বাসচাপায় দুই ইজিবাইক যাত্রী নিহত, আহত ২

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা জেলার দাউদকান্দি–রায়পুরে বাসের চাপায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে দুই যাত্রী নিহত হয়েছেন। চালকসহ আহত আরও এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টায় দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা পরিবহনের দ্রুতগামী একটি বাস রায়পুর এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় মালিখিল থেকে ফিডার রোড দিয়ে আসা একটি ইজিবাইক মহাসড়কে উঠছিল। কিন্তু দুটি যানবাহনের সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে–মুচড়ে যায়।

এ সময় ইজিবাইকে থাকা জ্যোৎস্না বেগম (৫২) নামের এক নারী ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরেক যাত্রী মালিখিল গ্রামের বিল্লাল হোসেনর ছেলে ইয়াকুব আলী (৩০)। আশঙ্কাজনক অবস্থায় ইজিবাইকের চালক মাজারুল ইসলাম এবং নিহত জ্যোৎস্না বেগমের নাতনি নুসরাত জাহান (৭) কে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।

নিহত জ্যোৎস্না বেগম দেবীদ্বার উপজেলার ছোটনা গ্রামের কাসেম মিয়ার স্ত্রী। সে তাঁর নাতনি নুসরাতকে নিয়ে তিতাস উপজেলার আসমানিয়া নুসরাতের নানির বাড়ি যাচ্ছিলেন বলে তার স্বজনরা জানান।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে জানান, মহাসড়কের রায়পুর এলাকায় দ্রুতগামী তিশা পরিবহনের একটি বাস ইজিবাইকে চাপা দিলে ঘটনাস্থলে এক নারীসহ দুজন নিহত হয়। এ ঘটনায় শিশুসহ আরও দুজন আহত হয়েছেন। যাত্রীসহ একটি ইজিবাইক ফিডার রোড থেকে নিয়ে মহাসড়কে উঠতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। তিশা পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে রয়েছে।

চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৬

কুমিল্লা-৬: অবশেষে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন হাজি ইয়াছিন

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত