হোম > সারা দেশ > কুমিল্লা

নাঙ্গলকোটে আ.লীগ কার্যালয়, রেলস্টেশনসহ বিভিন্ন স্থাপনায় ভাঙচুর, আগুন

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ অফিস, পৌর মেয়রের বাসা, রেল স্টেশন, থানা ভাঙচুরের ঘটনা ঘটেছে। এগুলোর মধ্যে কোনো কোনো স্থাপনায় আগুনও দেওয়া হয়। 

আজ সোমবার সকালে নাঙ্গলকোট উপজেলার লোটাস চত্বরে জড়ো হন আন্দোলনকারীরা। পরে বিভিন্ন জায়গায় ভাঙচুর করা হয়। সেখান থেকে রেলস্টেশনে গিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। তারপর উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পৌর মেয়র ও যুবলীগ নেতা আব্দুল মালেক এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শামছুদ্দিন কালুর বাসা ভাঙচুর করা হয়। এ ছাড়া উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসসহ বেশ কিছু স্থাপনা ভাঙচুর করা হয়। এদিকে বাধা দেওয়ায় ক্ষিপ্ত আন্দোলনকারীরা থানা ভাঙচুর করেন। পরে থানা থেকে পুলিশ মাইকিং করে আন্দোলনকারীদের বাধা দেওয়া হবে না বলে জানালে তাঁরা সেখান থেকে চলে যান। 

নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার মো. জামাল উদ্দিন বলেন, ‘আন্দোলনকারীরা স্টেশনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে, আমরা আগুন নেভানোর চেষ্টা করছি।’ 
 
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আন্দোলনকারীরা রেলস্টেশন, আওয়ামী লীগ কার্যালয়সহ বেশ কিছু স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক