হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় বন্যার পানিতে ডুবে আরও ৪ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা গত ২৪ ঘণ্টায় বন্যার পানিতে ডুবে ২ শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর থেকে রাতের মধ্যে জেলার বুড়িচং, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। 

এর মধ্যে সোমবার দুপুরে বুড়িচং উপজেলা সদর ও পশ্চিমসিংহ এলাকায় পানিতে ডুবে হাসিবুল (১০) ও ইব্রাহিম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার উপজেলায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে সোমবার বিকেলে নাঙ্গলকোট উপজেলার গোরকমুড়া এলাকায় সেরাজুল এবং রাতে মনোহরগঞ্জের মির্জাপুর এলাকায় বন্যার পানিতে ডুবে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজালা রানী চাকমা মির্জাপুরে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে কুমিল্লার লাকসাম উপজেলার আওশপাড়া আশ্রয়কেন্দ্রে ব্রেইন স্ট্রোকে মারা যান মুনিরুল হকের স্ত্রী মাকসুদা বেগম (৫৫)। বিষয়টি নিশ্চিত করেন লাকসাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজিয়া বিনতে আলম। 

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় কুমিল্লার বিভিন্ন উপজেলায় ৫ জনের মৃত্যুর খবর পেয়েছি।’

এদিকে গত রোববার বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে তিতাস উপজেলার জিয়ারকান্দিতে মাদ্রাসা পড়ুয়া দুই চাচাতো বোন ও বুড়িচংয় উপজেলা দুজন মারা যান। কুমিল্লায় গত শনি ও রোববার দুই দিনে বন্যার পানিতে ডুবে চার শিশুসহ আটজনের মৃত্যু হয়েছে।

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত

বাঁচার আকুতি ব্লাড ক্যানসারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যার

ভোটের মাঠে: বিএনপি বিভক্তির সুযোগে আশা দেখছে জামায়াত

কুমিল্লায় অনুষ্ঠিত হলো বুক অলিম্পিয়াড

কুমিল্লা ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

কুমিল্লায় পারিবারিক কলহ: স্বামী-স্ত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মায়ের কুলখানির দিনেই একমাত্র ছেলের মৃত্যু, কুমিল্লায় একই পরিবারে শোকের ছায়া

হোমনায় ডেঙ্গু ও ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব: ৫০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি ৭০