হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় বন্যার পানিতে ডুবে আরও ৪ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা গত ২৪ ঘণ্টায় বন্যার পানিতে ডুবে ২ শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুর থেকে রাতের মধ্যে জেলার বুড়িচং, নাঙ্গলকোট ও মনোহরগঞ্জ উপজেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। 

এর মধ্যে সোমবার দুপুরে বুড়িচং উপজেলা সদর ও পশ্চিমসিংহ এলাকায় পানিতে ডুবে হাসিবুল (১০) ও ইব্রাহিম (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার উপজেলায় বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

এদিকে সোমবার বিকেলে নাঙ্গলকোট উপজেলার গোরকমুড়া এলাকায় সেরাজুল এবং রাতে মনোহরগঞ্জের মির্জাপুর এলাকায় বন্যার পানিতে ডুবে আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। 

মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজালা রানী চাকমা মির্জাপুরে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

এদিকে কুমিল্লার লাকসাম উপজেলার আওশপাড়া আশ্রয়কেন্দ্রে ব্রেইন স্ট্রোকে মারা যান মুনিরুল হকের স্ত্রী মাকসুদা বেগম (৫৫)। বিষয়টি নিশ্চিত করেন লাকসাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নাজিয়া বিনতে আলম। 

জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ আবেদ আলী বলেন, ‘গত ২৪ ঘণ্টায় কুমিল্লার বিভিন্ন উপজেলায় ৫ জনের মৃত্যুর খবর পেয়েছি।’

এদিকে গত রোববার বন্যার পানির স্রোতে ভেসে গিয়ে তিতাস উপজেলার জিয়ারকান্দিতে মাদ্রাসা পড়ুয়া দুই চাচাতো বোন ও বুড়িচংয় উপজেলা দুজন মারা যান। কুমিল্লায় গত শনি ও রোববার দুই দিনে বন্যার পানিতে ডুবে চার শিশুসহ আটজনের মৃত্যু হয়েছে।

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার