হোম > সারা দেশ > কুমিল্লা

চান্দিনায় পিকআপ ভাড়া না দেওয়ায় ঘুষি মেরে হত্যা

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় পিকআপ ভাড়া না দেওয়ায় বিকাশ চন্দ্র দাস (৪২) নামে এক ব্যক্তিকে ঘুষি মেরে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর এলাকার বিক্ষুব্ধ মানুষ হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে থানার গেটে বিক্ষোভ করেছে। 

আজ সোমবার সন্ধ্যা ৬টায় উপজেলার বরকরই ইউনিয়নের নারাচো গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিকাশ চন্দ্র দাস নারাচো গ্রামের মনমোহন চন্দ্র দাসের ছেলে।

 অভিযুক্ত মো. আজিজুল ইসলাম আজু (২৮) একই উপজেলার বরকরই আন্দিরপাড় গ্রামের সহিদুল ইসলামের ছেলে। 

প্রত্যক্ষদর্শী ও নিহতের প্রতিবেশী শ্রীকান্ত চন্দ্র দাস, বাদল চন্দ্র দাস ও হৃদয় চন্দ্র দাস বলেন, নারাচো গ্রামে গৌতমের মৎস্য প্রজেক্ট-সংলগ্ন মাঠে ক্রিকেট খেলা চলছিল। বিকাশ চন্দ্র দাস দাঁড়িয়ে খেলা দেখছিল। হঠাৎ আজু নামে ওই লোকটি এসে বিকাশকে এলোপাতাড়ি কিলঘুষি মারতে শুরু করে। একপর্যায়ে বিকাশ মাটিতে লুটে পড়ায় তাকে নবাবপুর বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে সন্ধ্যার পর চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে ঝলক দাস জানায়, গত তিন-চার দিন আগে রাতের বেলায় বাবার কাছে ফোন করে আজু পিকআপ ভাড়া নিতে চায়। তার লেনদেন ভালো না বিধায় বাবা তাকে পিকআপ ভাড়া দেয়নি। ওই ঘটনার জের ধরে আজু আমার বাবাকে হত্যা করে। 

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন খান আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার