হোম > সারা দেশ > কুমিল্লা

জমির পানি নিয়ে বাগ্‌বিতণ্ডা, ঘুষিতে প্রাণ গেল কৃষকের 

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় জমিতে পানিনিষ্কাশন নিয়ে দুই পক্ষের মারামারিতে মো. আবুল কাশেম (৫২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পুলিশ আব্দুর রহিম ও আলাউদ্দিন নামে দুজনকে আটক করেছে। 

আজ শনিবার দুপুরে কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাকুচ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ওই গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর ও গল্লাই ইউনিয়নের সীমান্তবর্তী ফসলি মাঠে ধানখেতের পানিনিষ্কাশন নিয়ে দোল্লাই নবাবপুর ইউনিয়নের সাকুচ গ্রামের আবুল কাশেম ও গল্লাই ইউনিয়নের হোসেনপুর গ্রামের রহিম মিয়ার সঙ্গে কথা-কাটাকাটি হয়। রহিম মিয়া ও তাঁর দুই ছেলে আলাউদ্দিন, জুনাইদ ওই সংঘর্ষে লিপ্ত হন। এ পর্যায়ে তাঁদের ঘুষিতে মাটিতে লুটিয়ে পড়েন কৃষক আবুল কাশেম। এ সময় তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু ঘটে তাঁর। 

প্রত্যক্ষদর্শী নিহত ব্যক্তির ছেলে রেজাউল করিম বলেন, ‘শনিবার সকালে বাবার সঙ্গে আমি জমিতে পানি সেচ করতে যাই। আমরা তাদের জমির পাশ দিয়ে জমিতে পানি ছাড়তেই আব্দুর রহিম বাধা দেয়। একপর্যায়ে তারা কয়েকজন এসে আমার বাবাকে পিটিয়ে ও বুকে ঘুষি দিলে তিনি মাটিতে লুটে পড়েন। আমার চিৎকারে আশপাশের লোকজন এসে আমার বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’ 

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহাবুদ্দীন খান বলেন, ‘ঘটনা জানার পরপর আমরা ঘটনাস্থলে যাই। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আগামীকাল রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার।’ 

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

ভোটের বন্ধ্যাত্বের অবসান ঘটাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে: খাদ্য উপদেষ্টা

সোনার দুল কেড়ে নিতে নারীর কান ছিঁড়ে ফেলল ডাকাতেরা

কুমিল্লায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় জরিমানা

১৪ মাসে এক কাপ চায়ের টাকাও দুর্নীতি করিনি: হাসনাত