হোম > সারা দেশ > কুমিল্লা

১০০০ টাকা কেজি শিয়ালের মাংস, আধা ঘণ্টায় বিক্রি শেষ

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

লাকসামে প্রকাশ্যে শিয়াল জবাই করে ১০০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করা হয়েছে। গত বুধবার বিকেলে কয়েকজন যুবক লাকসাম দৌলতগঞ্জ রাজঘাট নতুন বাজারে ব্রিজের কাছে একটি শিয়াল জবাই করে সেটির মাংস বিক্রি করেন। শিয়ালের মাংস খেলে নানা রোগের উপশম হয়। এমন প্রচার করেন তাঁরা। এ বিশ্বাস থেকে বহু ক্রেতা সেই মাংস কিনেছেন।

স্থানীয় লোকজন জানান, ওই দিন দুপুরে দৌলতগঞ্জ বাজারের রাজঘাট ব্রিজের পূর্ব পাশের নতুন বাজারে শিয়ালটি জবাই করা হয়। জবাই ও মাংস কাটার জন্য জিয়া নামে স্থানীয় এক কসাইকে ১৫০ টাকা দেওয়া হয়।

বাজারে প্রকাশ্যে শিয়াল জবাইকালে একজন মোবাইলে সেই ভিডিও ধারণ করে ফেসবুকে আপলোড করেন। এরপরই ঘটনাটি পুরো এলাকায় জানাজানি হয়ে যায়। 

ভিডিওতে দেখা যাচ্ছে, সাইফুল ইসলাম, মরণ ও লিটনসহ কয়েকজন যুবক ও তাঁর সহযোগীরা ক্রেতাদের আকৃষ্ট করতে শিয়ালের মাংসের নানা উপকারিতার কথা প্রচার করছেন। ভিডিও ধারণকারীও মাংস বিক্রেতাদের একজন। 

নাম প্রকাশে অনিচ্ছুক একজন ক্রেতা বলেন, মাংস বিক্রেতারা বলেছিলেন, বাত-ব্যথা কিংবা কঠিন রোগের প্রতিষেধক হিসেবে শিয়ালের মাংস রান্না করে খাওয়ার বিকল্প নেই। এসব ক্ষেত্রে শিয়ালের মাংস অব্যর্থ ওষুধ। তাঁদের সে কথায় বিশ্বাস করে অনেকেই শিয়ালের মাংস কিনে নেন। মানুষের বিশ্বাস করাতে পাশেই রাখা হয়েছিল শিয়ালের মাথা। আধা ঘণ্টার মধ্যে মাংস বিক্রি শেষ হয়ে যায়। 

এ বিষয়ে লাকসাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম বলেন, এটি কোনো প্রতিষেধক নয়। বিজ্ঞানভিত্তিক কোনো প্রমাণ নেই। তাছাড়া এর ক্ষতিকর দিক রয়েছে। 

শিয়াল জবাই ও মাংস বিক্রয়ের ঘটনা জানতে চাইলে স্থানীয় কাউন্সিলর আবদুল আজিজ বলেন, এ বিষয়ে আমার কিছুই জানা নেই। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম সাইফুল আলম বলেন, বন্যপ্রাণী জবাই করে মাংস বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

ভোটের বন্ধ্যাত্বের অবসান ঘটাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে: খাদ্য উপদেষ্টা

সোনার দুল কেড়ে নিতে নারীর কান ছিঁড়ে ফেলল ডাকাতেরা