হোম > সারা দেশ > কুমিল্লা

বিদেশি পিস্তল-গুলিসহ কুমিল্লায় যুবক গ্রেপ্তার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

চৌদ্দগ্রামে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

বিদেশি পিস্তল-গুলিসহ কুমিল্লার চৌদ্দগ্রামে শাহ নেওয়াজ (২৫) নামে কক্সবাজারের এক যুবককে আটক করেছে র‍্যাব। আজ শনিবার উপজেলার চাঁন্দুল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

র‍্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার শাহ নেওয়াজ কক্সবাজার জেলার টেকনাফ থানার গাজীপাড়া গ্রামের আবদুল আমিনের ছেলে।

একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়। ছবি: আজকের পত্রিকা

র‍্যাব জানায়, অস্ত্রধারী, ডাকাত, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধীকে গ্রেপ্তারে র‍্যাবের নিয়মিত অভিযান চলছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাঁন্দুল এলাকায় অভিযান চালিয়ে শাহ নেওয়াজকে আটক করতে সক্ষম হয় র‍্যাব।

এ সময় তাঁর কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ সংগঠিত করে আসছিল বলে র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আক্তার উজ জামান বলেন, র‍্যাব-১১ কুমিল্লা শনিবার বিকেলে অস্ত্রসহ শাহ নেওয়াজ নামে এক যুবককে হস্তান্তর করে এবং তাঁর বিরুদ্ধে র‍্যাব বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করে। রোববার সকালে তাঁকে আদালতের মাধ্যমে করাগারে পাঠানো হবে।

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের