হোম > সারা দেশ > কুমিল্লা

বিএনপির বহিষ্কৃত নেত্রী হলেন ভাইস চেয়ারম্যান

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার হোমনা উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেত্রী নাজমা আক্তার উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি হোমনা পৌর বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন। 

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচনে অংশ নেওয়ার কারণে দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। 

পৌর বিএনপির আহ্বায়ক মো. মোজাম্মেল হক মুকুল বলেন, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত দলের কোনো নেতা কর্মী উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও ভোট প্রদান করতে পারবে না। কেন্দ্রের সেই সিদ্ধান্ত অমান্য করে নাজমা আক্তার নির্বাচনে অংশ নেওয়ায় তাকে দলের হাই কমান্ড বহিষ্কার করেছে। 

বিএনপির বহিষ্কৃত নেত্রী নব নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘এলাকাবাসীর চাপে আমি নির্বাচনে প্রার্থী হই। দল আমাকে বহিষ্কার করলেও জনগণ আমাকে ভালোবেসে তাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন। সে জন্য আমি ভোটারদের নিকট কৃতজ্ঞ। আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত, বিএনপি করব, আমি আশাবাদী দল আমার বহিষ্কারাদেশ প্রত্যাহার করবে।’ 

নাজমা আক্তার ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ২১ হাজার ৪৪ ভোট পেয়ে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট হালিমা আক্তার পেয়েছেন ১৮ হাজার ১১৩ ভোট।

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

কুমিল্লায় চলছে নির্বাচনী পোস্টার–ব্যানার অপসারণ

মেঘনায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৫

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার