হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লা-১১ সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদ বিএনপির

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে বিএনপির সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। প্রস্তাব অনুযায়ী, চৌদ্দগ্রাম উপজেলার সঙ্গে সদর দক্ষিণ উপজেলাকে সংযুক্ত করা হয়েছে।

বর্তমানে ১৩টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে চার লক্ষাধিক ভোটারের বিশাল চৌদ্দগ্রামের সঙ্গে সদর দক্ষিণকে সংযুক্ত করায় প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

গতকাল বুধবার রাতে তাৎক্ষণিকভাবে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পৌর বিএনপির আহ্বায়ক জি এম তাহের পলাশী। দলীয় কার্যালয়ে লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রস্তাবিত খসড়ায় সংসদীয় আসনের তালিকায় চৌদ্দগ্রামের সঙ্গে সদর দক্ষিণকে সংযুক্ত করায় পুরো চৌদ্দগ্রামের মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কুমিল্লা-১১ সংসদীয় আসন আগের মতো চৌদ্দগ্রাম উপজেলা নিয়েই বহাল রাখতে হবে। তা না হলে বিএনপির নেতৃত্বে চৌদ্দগ্রামের সব রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ মজুমদার, গাজী শহিদুর রহমান, আক্তার হোসেন, আমিনুল ইসলাম ছুট্টু, পৌর যুবদলের আহ্বায়ক মো. হাসান, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম মিন্টু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইসহাক ব্যাপারী, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. অনিক প্রমুখ।

গতকাল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম জানান, দেশের ৩৯টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের একটি খসড়া অনুমোদন করা হয়েছে। এ খসড়ার বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তিরা আবেদন করতে পারবেন।

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

ভোটের বন্ধ্যাত্বের অবসান ঘটাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে: খাদ্য উপদেষ্টা