হোম > সারা দেশ > কুমিল্লা

ইটবোঝাই ট্রাক্টরের চাপায় নিহত শিশু

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার দেবিদ্বারে ইটবোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সাত বছরের শিশু মো. মাজহারুল ইসলাম নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে পোনরা বাজারসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মাজহারুল দেবিদ্বার পৌর এলাকার পোনরা গ্রামের রাজমিস্ত্রি জাহিদ হাসানের ছেলে। সে পোনরা এ এম মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। 

প্রত্যক্ষদর্শী তাহসিন জেরিন নামে একজন বলেন, ঘটনার পর দৌড়ে গিয়ে দেখি মাজহারুল ছটফট করছে। তাকে ধরাধরি করে হাসপাতালে নেওয়ার আগেই সে মারা যায়। এ সময় ট্রাক্টরের চালক ও হেলপার দৌড়ে পালিয়ে যান।

ঘটনার বিবরণে শিশুটির বড় বোন রাবেয়া আক্তার বলেন, মাহজারুল সকালে মাক্তাবখানা থেকে আরবি পড়ে বাড়ি ফিরছিল। এ সময় পোনরা বাজার সড়কে ভিরাল্লা থেকে দ্রুতগতিতে আসা ইটবোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মাজহারুল মারা যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে দেবিদ্বার থানায় নিয়ে আসে। 

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, শিশুটির পরিবারকে অনুরোধ করা হয়েছে তারা যেন থানায় মামলা করে। কিন্তু তারা মামলা করতে রাজি হয়নি। যদি মামলা করতে রাজি হয়, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ওসি আরও বলেন, বর্তমানে মরদেহ থানার মর্গে রয়েছে।

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার