হোম > সারা দেশ > কুমিল্লা

ইটবোঝাই ট্রাক্টরের চাপায় নিহত শিশু

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার দেবিদ্বারে ইটবোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সাত বছরের শিশু মো. মাজহারুল ইসলাম নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে পোনরা বাজারসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মাজহারুল দেবিদ্বার পৌর এলাকার পোনরা গ্রামের রাজমিস্ত্রি জাহিদ হাসানের ছেলে। সে পোনরা এ এম মান্নান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। 

প্রত্যক্ষদর্শী তাহসিন জেরিন নামে একজন বলেন, ঘটনার পর দৌড়ে গিয়ে দেখি মাজহারুল ছটফট করছে। তাকে ধরাধরি করে হাসপাতালে নেওয়ার আগেই সে মারা যায়। এ সময় ট্রাক্টরের চালক ও হেলপার দৌড়ে পালিয়ে যান।

ঘটনার বিবরণে শিশুটির বড় বোন রাবেয়া আক্তার বলেন, মাহজারুল সকালে মাক্তাবখানা থেকে আরবি পড়ে বাড়ি ফিরছিল। এ সময় পোনরা বাজার সড়কে ভিরাল্লা থেকে দ্রুতগতিতে আসা ইটবোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মাজহারুল মারা যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে দেবিদ্বার থানায় নিয়ে আসে। 

দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, শিশুটির পরিবারকে অনুরোধ করা হয়েছে তারা যেন থানায় মামলা করে। কিন্তু তারা মামলা করতে রাজি হয়নি। যদি মামলা করতে রাজি হয়, তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

ওসি আরও বলেন, বর্তমানে মরদেহ থানার মর্গে রয়েছে।

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

কুমিল্লায় চলছে নির্বাচনী পোস্টার–ব্যানার অপসারণ

মেঘনায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৫

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার

‎সাত শতাধিক শিক্ষার্থী নিয়ে কুবিতে ‘রান উইথ শিবির’ কর্মসূচি

ভুট্টাখেতে অটোরিকশাচালকের গলাকাটা লাশ

সড়কে পড়ে ছিল যুবকের মাথা থেঁতলানো লাশ

পা দিয়ে লিখেই পড়ালেখা চালিয়ে যেতে চায় আরশাদুল, অর্থের অভাবে যেতে পারছে না স্কুলে

চাঁদাবাজদের নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে: হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় যৌতুকের দাবিতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ২