হোম > সারা দেশ > কুমিল্লা

মুরাদনগরে নারী নির্যাতনের ভিডিও ছড়ানোর অভিযোগে শাহপরান কারাগারে

 কুমিল্লা প্রতিনিধি 

আদালতের আদেশের পর শনিবার দুপুরে শাহপরানকে কারাগারে নিয়ে যায় পুলিশ। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার মুরাদনগরে নারীকে নির্যাতনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রধান আসামি শাহপরানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার দুপুরে কুমিল্লার আমলী আদালত-১১ এর বিচারক মমিনুল হক এ আদেশ দেন।

র‍্যাবের অভিযানে বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার বুড়িচং এলাকা থেকে শাহপরানকে গ্রেপ্তার করা হয়। পরে ঢাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, শাহপরান ওই ঘটনার সঙ্গে সরাসরি জড়িত। শনিবার তাকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোর্ট পুলিশের পরিদর্শক মো. সাদেকুর রহমান জানান, আদালতে হাজিরের সময় তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদন করেননি। তবে রোববার রিমান্ড চাওয়া হতে পারে।

গত ২৬ জুন রাতে মুরাদনগরের পাঁচকিত্তা গ্রামে এক নারীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। পরে ২৯ জুন সেই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র নিন্দা শুরু হয়।

ঘটনার পর ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। একই ঘটনায় ফজর আলীকে আসামি করে একটি ধর্ষণের মামলাও হয়।

এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ফজর আলী অসুস্থ হয়ে হাসপাতালে আছেন। বাকি চার আসামি—সুমন, রমজান, আরিফ ও অনিক—রিমান্ডে রয়েছেন। শাহপরানকে শনিবার কারাগারে পাঠানো হলো।

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

ভোটের বন্ধ্যাত্বের অবসান ঘটাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে: খাদ্য উপদেষ্টা

সোনার দুল কেড়ে নিতে নারীর কান ছিঁড়ে ফেলল ডাকাতেরা