হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে খাটের নিচে মিলল ৩০ লাখ টাকা

 কুমিল্লা প্রতিনিধি 

সেনাবাহিনীর অভিযানে জব্দ করা টাকা, ইয়াবাসহ গ্রেপ্তার মো. রিয়াজ। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার সদরে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩০ লাখ টাকাসহ ইয়াবা ও দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় মো. রিয়াজ (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ সোমবার সেনাবাহিনীর কুমিল্লা আদর্শ সদর ক্যাম্প কমান্ডার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন। অভিযুক্ত রিয়াজ পাঁচথুবি ইউনিয়নের শুভপুরের বাসিন্দা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রোববার রাতে সাধারণ মানুষের সহযোগিতা ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুভপুরে অভিযানটি চালানো হয়। এ সময় ২ হাজার ৯৫০টি ইয়াবা, নগদ ৩০ লাখ টাকা এবং ছয়টি দেশীয় দা ও চাপাতি জব্দ করা হয়। এর মধ্যে রিয়াজের বাড়ির সামনে একটি দোকানে চালের ড্রামের মধ্যে ইয়াবার বড়িগুলো পাওয়া যায়। আর রিয়াজের মায়ের খাটের নিচে মেলে টাকাগুলো।

এ ঘটনায় পলাতক রয়েছেন মোহাম্মদ রাশেদ (৩৫)। তিনি ঢাকার মোহাম্মদপুর বিহারি ক্যাম্পের বাসিন্দা। রিয়াজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতক রাশেদকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে সেনাবাহিনী জানিয়েছে।

কুমিল্লায় ধানের শীষের বিপক্ষে লড়বেন খালেদা জিয়ার সাবেক এপিএস মতিন

চৌদ্দগ্রামে ঘন কুয়াশায় দুই লরির সংঘর্ষ, চালক ও সহযোগী নিহত

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক