হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় শহীদ মিনার ভাঙচুর: ঘটনার ক্লু খুঁজতে মাঠে গোয়েন্দারা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে গুনবতী ডিগ্রি কলেজ ক্যাম্পাসে গতকাল গভীর রাতে ভেঙে ফেলা শহীদ মিনার। ছবি: আজকের পত্রিকা

২১ ফেব্রুয়ারি রাতে কুমিল্লার চৌদ্দগ্রামে গুনবতী কলেজের ক্যাম্পাসে শহীদ মিনার ভাঙচুরের ঘটনার তদন্তে উপজেলা প্রশাসন ও কলেজ কর্তৃপক্ষ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি ঘটনার ক্লু খুঁজে বের করতে মাঠে নেমেছে গোয়েন্দা সংস্থা।

আজ শনিবার চৌদ্দগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শহীদ মিনার ভাঙা একটি স্পর্শকাতর বিষয়। আমরা এটিকে খুবই গুরুত্ব দিয়ে দেখছি। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

কমিটির আহ্বায়ক উপজেলা কৃষি কর্মকর্তা জোবায়ের আহাম্মেদ, সদস্যরা হলেন উপজেলা প্রকৌশলী মো. নুরুজ্জামান ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন।

গুনবতী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল লতিফ বলেন, শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় কলেজের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক সরোয়ার ওসমানকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে তাঁরা তদন্ত প্রতিবেদন জমা দেবেন।

এর আগে ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে কলেজ প্রশাসন ও বিএনপির নেতারা পুষ্পমাল্য অর্পণের পর শহীদ মিনার ত্যাগ করেন। এরপর রাতে শহীদ মিনারের দুটি স্তম্ভ ভেঙে ফেলে দুষ্কৃতকারীরা। এতে সকালে সাধারণ শিক্ষার্থীরা শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেনি এবং প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়নি।

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার