হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার পদুয়ার বাজার ও মনোহরগঞ্জের বিপুলাসারে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দুজনসহ চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন পাঁচজন। আজ মঙ্গলবার সকালে কুমিল্লার মনোহরগঞ্জে ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিপুলাসার ইউনিয়নের বিহড়া নামক স্থানে এসব দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহতেরা হলেন, রুহুল আমিন, সেলিনা বেগম, মায়মুনা আক্তার। নিহত তিনজনই বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল গ্রামের বাসিন্দা। এ ছাড়া নিহত লিটন (৫৫) নবীনগর উপজেলার ডুবাচাইল গ্রামের মৃত কবিরুল ইসলামের পুত্র।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সোয়া ৯টার দিকে একুশে এক্সপ্রেসের একটি বাস হিমাচল এক্সপ্রেসের একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করলে একুশে এক্সপ্রেসের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা রুহুল আমিন ও সেলিনা বেগম দম্পতি ঘটনাস্থলেই মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে মায়মুনা আক্তার নামের আরেক কলেজছাত্রীও মারা যায়। গুরুতর আহত অবস্থায় রিকশাচালক খোকনকে উদ্ধার করে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি উদ্ধার করে নাথেরপেটুয়া পুলিশ তদন্তকেন্দ্র ও হাইওয়ে পুলিশ। 

লাকসাম ক্রসিং হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক মাকসুদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামী-স্ত্রী ও একজন কলেজছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। 

অন্যদিকে প্রতিদিন ঢাকা থেকে সব জাতীয় দৈনিক পত্রিকা চট্টগ্রাম ও কক্সবাজারে পৌঁছে দিতেন লিটন। তিনি সংবাদপত্র পরিবহন সংস্থা চাঁদনী পরিবহনের মাইক্রোবাসচালক ছিলেন। চট্টগ্রামগামী পত্রিকাবাহী মাইক্রোবাসটিকে প্রথমে পেছন থেকে একটি অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দেয়, পরে মাইক্রোবাসটি সামনের অপর একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গিয়ে ভেতরে থাকা চালক লিটনসহ অন্যরা আটকা পড়ে। পরে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। 

হাইওয়ে ময়নামতি থানার এসআই খোরশেদ আলম বলেন, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের কুমেক হাসপাতালে নিয়ে যায়। সেখানে চালক লিটন মারা যান। 

দলবদলেও রক্ষা পেলেন না ছাত্রলীগ নেতা, ডিবির হাতে আটক

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার