হোম > সারা দেশ > কুমিল্লা

দাউদকান্দিতে হাসপাতালে আগুন, দুই ঘণ্টা চিকিৎসাসেবা বন্ধ

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি 

আগুনে ক্ষতিগ্রস্ত সাব স্টোররুম। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাব স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও ধোঁয়া ছড়িয়ে পড়ায় আতঙ্কে রোগী ও তাদের স্বজনেরা দিগ্‌বিদিক ছোটাছুটি করে। এ দুর্ঘটনায় হাসপাতালে ভর্তি রোগীদের ওয়ার্ড এবং বহির্বিভাগের চিকিৎসাসেবা প্রায় দুই ঘণ্টা বন্ধ থাকে।

আজ শনিবার (১৪ জুন) বেলা ১১টায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলার সাব স্টোররুমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে হাসপাতালের আউটসোর্সিংয়ে কর্মরত ইয়াসিন, মেহেদি ও মুছা নামের তিন কর্মচারী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা ফায়ার সার্ভিসের।

রোগী আবুল কাশেম বলেন, বেলা ১১টার দিকে হাসপাতালের তৃতীয় তলার সাব স্টোররুম থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তখন পাশের ওয়ার্ডের রোগীর স্বজন ও নার্সরা ‘আগুন! আগুন!’ বলে চিৎকার শুরু করেন। এ সময় আতঙ্কে অনেকেই দৌড়াদৌড়ি শুরু করেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পল্লি বিদ্যুৎ অফিস ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

এ বিষয়ে দাউদকান্দি ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইদ্রিস বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় ও হাসপাতালের কর্মীদের সহযোগিতায় অল্প সময়েই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। বিস্তারিত তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।

নদীতে গোসলের সময় ট্রলি উল্টে এক পরিবারের ৩ নারী নিহত

গোমতীর দুই তীরে মাটি লুটের মচ্ছব

হোমনায় এসি ল্যান্ডের গাড়ির ধাক্কায় দুই বছরের শিশু নিহত

বাঁচার আকুতি ব্লাড ক্যানসারে আক্রান্ত কুবি শিক্ষার্থী অনন্যার

ভোটের মাঠে: বিএনপি বিভক্তির সুযোগে আশা দেখছে জামায়াত

কুমিল্লায় অনুষ্ঠিত হলো বুক অলিম্পিয়াড

কুমিল্লা ইপিজেডে বকেয়া বেতনের দাবিতে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

কুমিল্লায় পারিবারিক কলহ: স্বামী-স্ত্রীর বিষপানে আত্মহত্যার চেষ্টা

মায়ের কুলখানির দিনেই একমাত্র ছেলের মৃত্যু, কুমিল্লায় একই পরিবারে শোকের ছায়া

হোমনায় ডেঙ্গু ও ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব: ৫০ শয্যার হাসপাতালে রোগী ভর্তি ৭০