হোম > সারা দেশ > কুমিল্লা

ন্যায্য মূল্য চালের গোডাউনে অনিয়মের অভিযোগে বিক্রয় বন্ধের নির্দেশ 

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার তিতাস উপজেলার কলাকান্দি ইউনিয়নে খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় ওএমএস কার্ডের ন্যায্য মূল্য চাল বিক্রিতে নানা অনিয়মের অভিযোগে ডিলার সাবিকুল হাসানের গোডাউনে চাল বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ. টি. এম. মোর্শেদ এই নির্দেশনা দেন।

স্থানীয়রা জানান, ন্যায্য মূল্য চালের ডিলার সাবিকুল গোডাউন থেকে চালের সরিয়েছে এবং তাঁর নিজ বাসায়ও চাল আছে—এমন অভিযোগে নির্বাহী কর্মকর্তা স্থানীয় ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকারকে উপস্থিত রেখে আনুমানিক ১৩০ বস্তা চাল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিক্রি বন্ধ রাখার নির্দেশনা দেন।

কলাকান্দি ইউপি চেয়ারম্যান মো. ইব্রাহিম সরকার বলেন, ‘ডিলার সাবিকুলের গোডাউনে আনুমানিক ৩০ / ৩৫ বস্তা চাল কম পাওয়া গেছে এবং সাবিকুলের বাড়িতে চালের বস্তা পাওয়া গেছে।’

ডিলার সাবিকুল বলেন, ‘এখানে ভুল বোঝাবুঝি হয়েছে। সরকার নিয়ম করেছে, যাদের ওএমএস কার্ড আছে তাদের সবার কার্ডই অনলাইন করতে হবে। যাদের কার্ড অনলাইন করা আছে, তাদের চাল দেই, আর যাদের কার্ড অনলাইন করা নাই, তাদের নিকট বিক্রি করি না। এই হলো অনিয়ম।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘একটি অভিযোগের ভিত্তিতে আমি ঘটনাস্থলে যাই এবং পর্যালোচনা করে প্রাথমিকভাবে চাল বিক্রি বন্ধ রাখতে ডিলারকে নির্দেশনা দিয়ে আসছি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিক্রি বন্ধ থাকবে এবং আমাদের উপজেলা খাদ্য কর্মকর্তা অধিকতর তদন্ত করবে। তদন্তে যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে আমরা পরবর্তী ব্যবস্থা নিব। আর যদি নির্দোষ প্রমাণিত হয়, তাহলে বিক্রির সময় এক দিন বাড়িয়ে দেওয়া হবে।’

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার