হোম > সারা দেশ > কুমিল্লা

কুমিল্লায় মাদক সেবনের দায়ে ৯ জনের সাজা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় মাদক সেবনের দায়ে ৯ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। আজ রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তাঁদের সাজা দেন।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান এই তথ্য জানান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহেল রানা।

সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন মো. আল আমিন, মো. নয়ন মিয়া, রাব্বি ব্যাপারী, বেলাল হোসেন, মো. কামাল, মো. আলম, আল আমিন, জালাল হোসেন ও বিল্লাল হোসেন। তাঁদের সবাইকে জেলহাজতে পাঠানো হয়েছে।

তাঁদের মধ্যে একজনকে এক বছর, একজনকে ছয় মাস ও একজনকে এক মাস সাজা দেওয়া হয়। বাকি সবাইকে ১৫ দিন করে সাজা দেওয়া হয়। তা ছাড়া সবাইকে ১০০ টাকা করে জরিমানা করা হয়।

অভিযানের সময় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কুমিল্লার সহকারী পরিচালক আরও বলেন, ওই ৯ জন ছাড়া অভিযানে ৪০টি ইয়াবাসহ মো. সৈকত হোসেনকে আটক করা হয়। তা ছাড়া ৫৯টি ইয়াবা উদ্ধার করে পলাতক আসামি শাকিল খানের নামে ব্রাহ্মণপাড়া থানায় পৃথক মামলা করা হয়।

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার