হোম > সারা দেশ > কুমিল্লা

৩ হাজার লিটার তেল জব্দ, তাৎক্ষণিক ন্যায্যমূল্যে বিক্রি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় এক দোকানির বাড়িতে অভিযান চালিয়ে তিন হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অবৈধভাবে তেল মজুত ও বেশি দামে বিক্রি করায় সেগুলো জব্দ করে নিজেদের উপস্থিতিতে ন্যায্যমূল্যে বিক্রি করে দেন কর্মকর্তারা। সেই সঙ্গে ওই দোকানিসহ দুজনকে ৬০ হাজার টাকা জরিমানা করেন কর্মকর্তারা। 

আজ শুক্রবার সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকায় ভোক্তা-অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। 

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, ‘কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকায় এক দোকানদার বাড়ি থেকে ওই তেল জব্দ করা হয়। ৫ লিটারের প্রতি বোতল ৭৬০ টাকা দরে কেনা হলেও এসব বোতল তিনি বর্তমান মূল্য ৯৮৫ টাকায় বিক্রির জন্য মজুত করেছিলেন। তেলের মালিক কামরুল হাসান স্টোরের স্বত্বাধিকারী কামরুল হাসানকে এই অনিয়মের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া তেলের বোতলের গায়ের দাম মুছে বিক্রির অভিযোগে একই এলাকার ভাই বন্ধু স্টোরসকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।’ 

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক আছাদুল ইসলাম বলেন, ‘অসাধু ব্যবসায়ীরা আগের কম মূল্যে কেনা সয়াবিন তেল মজুত করেছেন এখন বেশি মূল্যে বিক্রি করার জন্য। আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তিন হাজার লিটার তেলের ৫ লিটারের বোতলগুলো স্থানীয়দের কাছে বিক্রি করে দিয়েছি। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।’ 

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

ভোটের বন্ধ্যাত্বের অবসান ঘটাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে: খাদ্য উপদেষ্টা