হোম > সারা দেশ > কুমিল্লা

মুরাদনগরের ট্রিপল মার্ডার: রিমান্ড শেষে ৮ আসামি কারাগারে

কুমিল্লা প্রতিনিধি  

মুরাদনগরে ট্রিপল মার্ডারের আট আসামি কারাগারে। ছবি: আজকের পত্রিকা

কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ি গ্রামে তিনজনকে পিটিয়ে হত্যার (ট্রিপল মার্ডার) ঘটনায় করা মামলায় গ্রেপ্তার আট আসামিকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার (১৩ জুলাই) কুমিল্লার আদালতের ১১ নম্বর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক এই আদেশ দেন।

সকালে তিন দিনের রিমান্ড শেষ হলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা নয়ন কুমার চক্রবর্তীর নেতৃত্বে আট আসামির স্বাস্থ্য পরীক্ষা শেষে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

এ বিষয়ে আসামিপক্ষের আইনজীবী সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল বলেন, ‘আমরা আসামিদের জামিন চেয়ে জেলা ও দায়রা জজ আদালতে আবেদন করেছি। তবে আবেদনটি এখনো শুনানির জন্য নেওয়া হয়নি।’

এর আগে ৮ জুলাই মামলাটি তদন্তের জন্য বাংগরা বাজার থানা থেকে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়। ৯ জুলাই আট আসামিকে আদালতে হাজির করে আট দিনের রিমান্ড আবেদন জানানো হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, ৪ জুলাই (বৃহস্পতিবার) সকালে মুরাদনগর উপজেলার আকুবপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামে মাদক কারবারের অভিযোগে অভিযুক্ত রোকসানা আক্তার রুবির বাড়িতে হামলা চালানো হয়। হামলায় রুবি, তাঁর ছেলে রাসেল ও মেয়ে জোনাকি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তাঁর আরেক মেয়ে রুমা আক্তার গুরুতর আহত হন, তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন।

পরদিন নিহত রুবির মেয়ে রিক্তা আক্তার বাদী হয়ে আকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিমুল বিল্লাহ শিমুলসহ ৩৮ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও ২৫ জনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন। পরে র‍্যাব ও সেনাবাহিনী যৌথ অভিযানে আটজনকে গ্রেপ্তার করে।

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার