কুমিল্লার চান্দিনায় লরির চাপায় মো. মকুল (৩০) নামে বাসের এক হেলপার নিহত হয়েছেন। আজ রোববার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার পালকি সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক মো. সেলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, নিহত মো. মুকুল রাজশাহীর জঙ্গলিয়া এলাকার বাসিন্দা। তিনি ভাই-ভাই পরিবহন নামে একটি বাসের চালকের সহকারী ছিলেন।
প্রত্যক্ষদর্শী জাকির হোসেন বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে রাস্তায় যানজট দেখতে পেয়ে এগিয়ে যাই। তখন দেখি এক লোক মারা গেছে। পরে আমি পুলিশে খবর দিয়েছি। জানতে পারি ঢাকাগামী যাত্রীবাহী বাসটি পালকি সিনেমা হলের সামনে যাত্রী নামানোর সময় একটি লরিটি বাসের হেলপারকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।’
ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক মো. সেলিমুজ্জামান বলেন, ‘মরদেহ উদ্ধার করেছি। লরিটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেব।’