হোম > সারা দেশ > কুমিল্লা

ব্রাহ্মণপাড়ায় বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় যুবক, উদ্ধার করল ফায়ার সার্ভিস

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৩৩ কেভি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে এক যুবক বসে থাকেন। আজ রোববার দুপুরে উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল পশ্চিমপাড়া এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে এক ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ওই যুবককে উদ্ধার করেন। 

বৈদ্যুতিক টাওয়ার থেকে নামিয়ে আনা যুবক নাসির উদ্দীন (৩৫) নোয়াখালীর সেনবাগ উপজেলার বাসিন্দা। তিনি চট্টগ্রামে বসবাস করেন বলে ফায়ার সার্ভিসকে জানিয়েছেন। 

ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়া নাসির উদ্দীন মানসিক ভারসাম্যহীন। স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে সবার অজান্তে ৩৩ কেভি বৈদ্যুতিক টাওয়ারের চূড়ায় উঠে পড়েন নাসির উদ্দীন। স্থানীয়রা দেখতে পেয়ে ওই যুবককে নেমে আসতে বলেন। কিন্তু তিনি কর্ণপাত করেননি। পরে বুড়িচং ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। বুড়িচং ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর তাঁকে নামিয়ে আনতে সক্ষম হন। 

বুড়িচং ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আতাউর রহমান সরকার জানান, খবর পেয়ে এক ঘণ্টার চেষ্টায় দুপুর দেড়টায় সময় ওই যুবককে উদ্ধার করতে সক্ষম হই। উদ্ধারের পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। মাথায় ও মুখে পানি দিয়ে জ্ঞান ফেরানোর পর স্থানীয় ইউপি মেম্বারের হেফাজতে দেওয়া হয়েছে।

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের

কুমিল্লায় চলছে নির্বাচনী পোস্টার–ব্যানার অপসারণ

মেঘনায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ, আহত ৫

কুমিল্লা সীমান্তে বিজিবির তল্লাশি অভিযান ও টহল জোরদার