হোম > সারা দেশ > কুমিল্লা

তিতাসের শিবপুর-লালপুর সড়কে ধস, জনদুর্ভোগ চরমে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 

কুমিল্লার তিতাস উপজেলার শিবপুর-লালপুর সড়কের শাহপুর অংশে ধসে গেছে। আজ বুধবার সকালে সড়কটি ধসে যায়। এ দিয়ে চলাচলকারী কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

কুমিল্লার তিতাস উপজেলার শিবপুর-লালপুর সড়কের শাহপুর শাহআলম শান্তির বাড়ির সামনে সড়ক ধসে পড়েছে। এতে করে এ সড়ক দিয়ে চলাচলকারী কয়েক হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছে। আজ বুধবার সকালে সড়ক ধসের ঘটনা ঘটে।

এলাকাবাসীরা জানান, সড়কের উত্তর পাশে রয়েছে মাছের প্রজেক্ট, দক্ষিণ পাশে তিতাস নদী। সড়ক ধসে পড়া স্থানের আশপাশে একটি কালভার্ট ছিল উক্ত কালভার্টটি বন্ধ করে ফেলায় মাছের প্রজেক্টের পানির চাপে সড়কটি ধসে পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

মাছের প্রজেক্ট মালিক শাহ আলম সরকার বলেন, ‘যেখান দিয়ে সড়ক ধসে পড়েছে এখানে একটি কালভার্ট ছিল, এই কালভার্টটি বন্ধ করে দিয়েছে সড়কের পাশের বাড়ির শান্তি ভাই। ফলে সড়ক ধসে পড়েছে এতে করে আমার অনেক ক্ষতি হয়েছে, প্রজেক্টের সব মাছ চলে গেছে।’

এ বিষয়ে শাহআলম শান্তি বলেন, ‘আমি কোনো কালভার্ট বন্ধ করিনি। যার মাছের প্রজেক্ট তারাই কালভার্ট বন্ধ করেছে।’

মজিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার বলেন, ‘সকালে সড়ক ধসে পড়ার খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি।’

উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক বলেন, ‘শিবপুর-লালপুর সড়কের শাহপুর অংশে সড়ক ধসে পড়ার খবর পেয়ে আমি ঘটনা স্থল পরিদর্শন করেছি। মৎস্য প্রজেক্ট মালিককে বলে এসেছি সড়ক মেরামত করে কালভার্টের মুখ দেওয়ার জন্য।’

উপজেলা পরিষদের চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, ‘জনগণের দুর্ভোগ কমাতে উপজেলা ও ইউনিয়ন পরিষদের যৌথ অর্থায়নে সড়কটি মেরামত করা হবে। মৎস্য প্রজেক্ট মালিককে নোটিশ করেছি যাতে করে মাছ চাষ আইন মানতে বলেছি।’

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার