হোম > সারা দেশ > কুমিল্লা

বুড়িচংয়ে যুবককে বিএসএফের গুলি, পতাকা বৈঠকে বিজিবির প্রতিবাদ

বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং সীমান্তে ঘাস কাটতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জালাল হোসেন (২৮) নামের এক যুবক আহতের ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক করেছে বিজিবি। আজ বৃহস্পতিবার বিকেলে পাঁচটার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তের বুড়িচং উপজেলার জামতলা এলাকার সীমান্ত পিলার ২০৬৫/৭-এর কাছে এ বৈঠক হয়। 

বিজিবি-৬০-এর আওতাধীন শংকুচাইল বিওপির নায়েব সুবেদার মনিরুজ্জামান পতাকা বৈঠকের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে বলেন, সীমান্তে গুলির ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে শূন্যরেখায় যেন কোনো ধরনের গুলির ঘটনা না ঘটে এ বিষয়েও বলা হয়েছে। 

পতাকা বৈঠকে ভারতের কলমচুরা বিএসএফ ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন। এ ছাড়া বিষয়টি নিয়ে বিজিবি আরও তদন্ত করবে বলে জানান নায়েব সুবেদার মনিরুজ্জামান।

উল্লেখ্য, গতকাল বিকেলে বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের জামতলা এলাকায় সীমান্তের শূন্যরেখায় জালাল মিয়া নামে এক যুবককে গুলি করে বিএসএফ। 

জালাল ধান কাটা শেষে বিকেলে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে সীমান্তের শূন্যরেখায় প্রবেশ করে ফেলেন। বিষয়টি বুঝতে পেরে জালাল চলে আসার সময় পেছন থেকে বিএসএফের সদস্যরা গুলি করেন। এতে গুলিবিদ্ধ অবস্থায় জালাল দৌড়ে লোকালয়ে প্রবেশ করলে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

জালাল বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বাকশীমূল ইউনিয়নের সীমান্তবর্তী কোদালীয়া গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে। জালাল শ্রমিক হিসেবে কাজ করেন।

চৌদ্দগ্রামে বিএনপি-জামায়াতের সংঘর্ষে আহত ৬

কুমিল্লা-৬: অবশেষে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন হাজি ইয়াছিন

গ্রাহকের শতকোটি টাকা আত্মসাৎ, আইসিএল শফিক কারাগারে

কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার, যুবক আটক

কুমিল্লায় গুলি ও পায়ের রগ কেটে সাবেক ইউপি সদস্যসহ ২ জনকে হত্যা

কুমিল্লায় গর্তের পানিতে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লার নাঙ্গলকোটে দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, নিহত ২

কুমিল্লায় ট্রাকচাপায় কৃষক নিহত

দাউদকান্দিতে যুবদল নেতার দুই পা থেঁতলে দিল দুর্বৃত্তরা

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত