হোম > সারা দেশ > কুমিল্লা

লাকসামে নিবন্ধন না থাকায় ৯ বেসরকারি হাসপাতাল বন্ধ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার লাকসামে অভিযান চালিয়ে নয়টি বেসরকারি হাসপাতাল বন্ধ করা হয়েছে। লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

আজ মঙ্গলবার দিনভর এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. নাজিয়া বিনতে আলম বলেন, জেলা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশের পর আজ মঙ্গলবার পৌর শহরের অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।

বন্ধ করা হাসপাতালগুলো হলো-ইজি হেলথ কেয়ার, মা মনি লাইফ কেয়ার হাসপাতাল, লাকসাম সেন্ট্রাল ল্যাব, আল কারীম ডায়াগনস্টিক সেন্টার, আল-খিদমাহ্ হাসপাতাল, আপস জেনারেল হাসপাতাল, হাজারী মেডিকেল, লিট হেলথ কেয়ার ও সিগমা হেলথকেয়ার।

এর মধ্যে সিগমা হেলথকেয়ার হাসপাতালকে ১০ হাজার ও লিট হেলথ কেয়ার হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ডা. নাজিয়া বিনতে আলম জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় অনিবন্ধিত এবং সরকারি নির্দেশ উপেক্ষা করে যেসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার খোলা থাকবে সেগুলোতে অভিযান চালানো হবে। যেগুলো বন্ধ করা হলো, সেগুলো আইনি প্রক্রিয়া সম্পন্ন করলে খোলার অনুমতি পাবে।

ময়লা ফেলাকে কেন্দ্র করে পারিবারিক সংঘর্ষে অন্তঃসত্ত্বা নারী নিহত

বিজিবির অভিযান: বিপুল মাদক ও চোরাই পণ্য জব্দ, আটক ১

কুমিল্লার চৌদ্দগ্রাম: অটোরিকশার দখলে মহাসড়ক

কুমিল্লায় বাস-মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষে আগুন, শিশুসহ চারজনের মৃত্যু

কুমিল্লায় সুবর্ণ এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, কাচ ভেঙে আহত এক যাত্রী

কুমিল্লায় কোটি টাকার সরকারি জমি উদ্ধার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া: ফায়ার স্টেশন নির্মাণকাজ আট বছরেও শুরু হয়নি

কুবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনে ১২ শিক্ষার্থীকে বহিষ্কার

ভোটের বন্ধ্যাত্বের অবসান ঘটাতে সরকার সক্রিয়ভাবে কাজ করছে: খাদ্য উপদেষ্টা

সোনার দুল কেড়ে নিতে নারীর কান ছিঁড়ে ফেলল ডাকাতেরা