হোম > সারা দেশ > কুমিল্লা

লাকসামে নিবন্ধন না থাকায় ৯ বেসরকারি হাসপাতাল বন্ধ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার লাকসামে অভিযান চালিয়ে নয়টি বেসরকারি হাসপাতাল বন্ধ করা হয়েছে। লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

আজ মঙ্গলবার দিনভর এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. নাজিয়া বিনতে আলম বলেন, জেলা স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশের পর আজ মঙ্গলবার পৌর শহরের অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়।

বন্ধ করা হাসপাতালগুলো হলো-ইজি হেলথ কেয়ার, মা মনি লাইফ কেয়ার হাসপাতাল, লাকসাম সেন্ট্রাল ল্যাব, আল কারীম ডায়াগনস্টিক সেন্টার, আল-খিদমাহ্ হাসপাতাল, আপস জেনারেল হাসপাতাল, হাজারী মেডিকেল, লিট হেলথ কেয়ার ও সিগমা হেলথকেয়ার।

এর মধ্যে সিগমা হেলথকেয়ার হাসপাতালকে ১০ হাজার ও লিট হেলথ কেয়ার হাসপাতালকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ডা. নাজিয়া বিনতে আলম জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় অনিবন্ধিত এবং সরকারি নির্দেশ উপেক্ষা করে যেসব হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার খোলা থাকবে সেগুলোতে অভিযান চালানো হবে। যেগুলো বন্ধ করা হলো, সেগুলো আইনি প্রক্রিয়া সম্পন্ন করলে খোলার অনুমতি পাবে।

তিতাসে শাশুড়িকে চুবিয়ে হত্যায় জামাতা গ্রেপ্তার

মনোনয়নপত্র কিনে ভুল করেছি, জমা দেব না: কুমিল্লার সাবেক মেয়র সাক্কু

কুয়েতে কুমিল্লার যুবকের মৃত্যু, পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

আমাদের বিরোধিতা যারা করে, তারা রাতে গোমতী নদীতে মাটি কাটায়, দিনে ঘুমায়: হাসনাত আবদুল্লাহ

মেয়ে দেখা মানে বিয়ে ফাইনাল না: মনোনয়ন প্রসঙ্গে হাজি ইয়াছিন

হোমনা থানায় হেফাজতে থাকা এক নারী আসামির মরদেহ উদ্ধার

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচারণা সভা থেকে সন্দেহভাজন দুই যুবক আটক

ভিক্ষুকের টাকা ছিনতাই করার অভিযোগে একজন আটক

চৌদ্দগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বন্ধুদের সঙ্গে বান্দরবান যাওয়ার পথে প্রাণ গেল যুবকের